দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখাে।

বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখাে।

বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর:

বায়ুচাপের বৈশিষ্ট্যসমূহ: বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি হল— 

1) বায়ুচাপের বণ্টন: ভূপৃষ্ঠের সব জায়গায় বায়ুর চাপ সমান নয়। কোথাও বেশি অর্থাৎ উচ্চচাপ, কোথাও কম অর্থাৎ নিম্নচাপ।

2) উচ্চতা ও বায়ুর চাপ: ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব বেশি বলে। বায়ুর চাপও বেশি এবং ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কম হয়।। 

3) উষ্ণতা ও বায়ুর চাপ: বায়ু উষ্ণ হলে তার চাপ কমে, শীতল হলে চাপ বাড়ে। 

4) বায়ুচাপ নিয়ন্ত্রণকারী উপাদান : উচ্চতা, উষ্ণতা, বায়ুপ্রবাহ, জলীয় বাষ্প প্রভৃতি বায়ুচাপ নিয়ন্ত্রণ করে।

5) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় এক কিলােগ্রাম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখাে।”

Leave a Comment