Class 10 Class 10 Geography বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না – এর কারণ কী?

বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না – এর কারণ কী?

বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না – এর কারণ কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুমণ্ডল ও পৃথিবীতে প্রাণের সৃষ্টি: বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না। এর কারণগুলি হল—

১।  বায়ুমণ্ডল না থাকলে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিনের বেলায় প্রায় 70 °সে এবং রাতের বেলা -145 °সে হত। এইরকম তাপমাত্রায় কোনাে প্রাণ সৃষ্টি সম্ভব হত না। 

২। বায়ুর অক্সিজেন মানুষ এবং অন্যান্য প্রাণীদের শ্বাসকার্যে জরুরি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদদেহে খুবই প্রয়ােজন। তাই বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 

৩। বায়ুর জলীয় বাষ্প উধ্বাকাশে ঘনীভূত হয়ে মেঘ থেকে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত না হলে জলে প্রাণের আবির্ভাব সম্ভব হত না।

৪। বায়ুস্তরের ওজোন গ্যাস সূর্যরশ্মির ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment