বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব নির্ণয় করাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর: বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব: বায়ুমণ্ডলের একটি উল্লেখযােগ্য উপাদান ধূলিকণা। এর গুরুত্বগুলি হল—
1) মেঘ ও কুয়াশার সৃষ্টিতে: বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করেই জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয় বা মেঘ ও কুয়াশার সৃষ্টি হয়।
2) সৌরতাপ বণ্টনে: বায়ুতে ভাসমান ধূলিকণাসমূহ সূর্যরশ্মি দ্বারা সরাসরি উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং পৃথিবীতে সৌরতাপ বণ্টনে প্রভাব বিস্তার করে।।
3) আকাশের বর্ণ নির্ধারণে: ধূলিকণার জন্যই আকাশে এত বর্ণবৈচিত্র্যের মেলা, এত সৌন্দর্য। বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় ধূলিকণার দ্বারা সূর্যরশ্মির প্রতিসরণ ও বিচ্ছুরণ ঘটে। এভাবেই সৃষ্টি হয় নানা বর্ণের তরঙ্গ। এগুলির মধ্যে নীলাভ আলাের প্রাধান্য বেশি, তাই আকাশ এত নীল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।