বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব নির্ণয় করাে।

বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব নির্ণয় করাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব: বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ (20.94%) খুব বেশি না হলেও জীবজগতের কাছে এর গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বগুলি হল –

1) জীবজগতের অস্তিত্ব রক্ষায়: অক্সিজেন ছাড়া শ্বাসকার্য সম্ভব নয় বলে জীবনধারণের জন্য সকল প্রাণীই অক্সিজেনের ওপর নির্ভরশীল। তাই অক্সিজেন ছাড়া জীবজগতের অস্তিত্ব অসম্ভব। 

2) বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায়: বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। কমে গেলে বা বেড়ে গেলে বায়ুমণ্ডলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

3) আবহবিকারে: অক্সিজেন বিভিন্ন শিলাগঠনকারী খনিজের সঙ্গে সহজে মিলিত হয়ে রাসায়নিক প্রক্রিয়ায় শিলার আবহবিকারে বা বিচূর্ণীভবনে সাহায্য করে। এইরূপ রাসায়নিক আবহবিকারের (জারণ) ফলেই লােহায় মরিচা ধরে। 

4) দহনক্রিয়ায় : অক্সিজেনের উপস্থিতি ছাড়া দহনক্রিয়া সম্ভব নয়। তাই বলা যায়, অক্সিজেন ছাড়া সমগ্র বিশ্বই প্রায় অচল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment