বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী? 

বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ: প্রবল বায়ুপ্রবাহ মরুভূমির বালিকে এক জায়গা থেকে আর-এক জায়গায় উড়িয়ে নিয়ে যায়-এর নাম অপসারণ। এর ফলে মরু অঞ্চলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন— 

1.ধান্দ: তীব্র বায়ুপ্রবাহে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে বালি অপসারিত হওয়ার ফলে ছােটোবড়াে নানা আয়তনের গর্তের সৃষ্টি হয়। রাজস্থানের মরু অঞলে এই ধরনের ছােটোবড়াে বিভিন্ন আয়তনের গর্তগুলিকে বলা হয় ধান্দ। 

2. অপসারণসৃষ্ট গর্ত বা ব্লো আউট: অনেকসময় বায়ুর অপসারণ ক্রিয়ায় ভূপৃষ্ঠে সুবিশাল অবনত অঞ্চল বা গর্তের সৃষ্টি হয়।
উদাহরণ: মিশরের কাতারা হল একটি অবনত ভূমি। 

3. মরুদ্যান: বিশাল অঞ্চলজুড়ে দীর্ঘদিন ধরে বালি অপসারিত হতে হতে যদি অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তবে সেখানে মরুদ্যান (oasis) গড়ে ওঠে।
উদাহরণ: সৌদি আরবের রাজধানী রিয়াধ একটি বিশালাকৃতি মরূদ্যানের ওপর অবস্থিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment