বায়ুর সাধারণ ধর্মগুলি কী? Class 10 | Geography | 3 Marks
উত্তর: বায়ুর সাধারণ ধর্ম: বায়ুর কতকগুলি সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে—
1) বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ু ঘন এবং ভারী হয় ।
2) উষ্ণতা যত বাড়ে বায়ু ততই আয়তনে প্রসারিত ও হালকা হয়।
3) উষ্ণ বায়ু হালকা বলে ওপরে উঠে যায় আর শীতল বায়ু ভারী বলে নীচে নেমে আসে।
4) উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি।
5) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমে।
6) শুষ্ক বায়ুর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা।
7) ভূপৃষ্ঠের কাছে বায়ুর ঘনত্ব বেশি আর ওপরের বায়ুতে ঘনত্ব কমে যায়।
8) বায়ু সর্বদাই উচ্চচাপ অঞল থেকে নিম্নচাপ অঞলের দিকে ছুটে যায় এবং তার ফলে বায়ুপ্রবাহ সৃষ্ট হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।