দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করাে।

বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করাে।

বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করাে। Class 10 | Geography | 5 Marks

উত্তর: বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপ উভয়ই আবহাওয়া ও জলবায়ুর উপাদান হলেও উভয়ের মধ্যে এক বিপরীত সম্পর্ক লক্ষ করা যায়। সেগুলি হল

1. বায়ুর উত্মতা বৃদ্ধির ফল : বায়ু যখন উষ্ণ হয় তখন তার আয়তন বাড়ে বা প্রসারিত হয়। বায়ু যখন প্রসারিত হয় তখন তার ঘনত্ব হ্রাস পায়, ফলে চাপও কমে। সুতরাং, বায়ু  উষ্ণ হলে তার চাপ কমে। যেমন — নিরক্ষীয় অঞলে সারাবছরই সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে অঞ্চলটিতে সর্বদাই বায়ুর উষ্ণতা বেশি থাকে। এজন্য এখানকার বায়ু প্রসারিত ও হালকা হয়ে ঊধ্বগামী হয়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলের | বায়ুমণ্ডলে স্থায়ীভাবে নিম্নচাপ বিরাজ করে, যাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হয়।

2. বায়ুর উত্মতা হ্রাসের ফল : বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয়। । বায়ু যতই সংকুচিত হয়, ততই তার ঘনত্ব বাড়ে, ফলে চাপও বৃদ্ধি

পায়। সুতরাং, বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। যেমন—সুমেরু ও কুমেরু অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে বলে এখানে বায়ু অত্যন্ত শীতল ও সংকুচিত অবস্থায় থাকে। ফলে সুমেরু ও কুমেরু অঞলে বায়ুর ঘনত্ব ও চাপ খুবই বেশি হয় এবং এই অঞল দুটিতে স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। একে মেরুদেশীয় উচ্চচাপ বলয় বলা হয়। 

3. বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ও তার ফল : বায়ু উষ্ণ হলে তার জলীয় বাষ্প ধারণক্ষমতা বৃদ্ধি পায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক। বায়ুর তুলনায় হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। যেমন বায়ুতে প্রচুর পরিমাণে জলীয়। বাষ্প থাকে বলে বর্ষাকালে বায়ুর চাপও কম হয়। অর্থাৎ বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!