ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভাবর ও তরাইয়ের পার্থক্যসমূহ : ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্যগুলি হল —
বিষয় | ভাবর | তরাই |
পরিচিতি | শিবালিক পর্বতের পাদদেশের ভূমি ভাবর নামে পরিচিত। | তরাই ভাবরের দক্ষিণ অংশ তরাই নামে পরিচিত। |
গঠন | ছােটোবড়াে পাথর, নুড়ি ও বালি দিয়ে এই অংশটি তৈরি হয়েছে। | প্রধানত বালি, কাদা, পলি দিয়ে তরাই ভূমি গঠিত হয়েছে। |
প্রকৃতি | হিমালয়ের নদীগুলি ভাবর অংশে এসে নুড়ি, পাথর, কাকরের স্থূপে হারিয়ে যায়। | ভাবর অঞ্চলে হারিয়ে যাওয়া নদীগুলি তরাই অঞ্চলে এসে ফল্গুধারার মত আত্মপ্রকাশ করে। |
উর্বরতা | ভূমিতে নুড়ি, পাথর বেশি থাকে বলে এটি অনুর্বর অঞ্চল, চাষবাস খুব ভালাে হয় না। | ভাবরের তুলনায় উর্বরতা বেশি অনেক চা বাগিচাও আছে। |
বিস্তার | ভাবরের গড় বিস্তার 8-16 কিমি। | তরাইয়ের গড় বিস্তার 20-30 কিমি। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।