দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখাে।

ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখাে।

ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভাবর ও তরাইয়ের পার্থক্যসমূহ : ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্যগুলি হল — 

বিষয়ভাবরতরাই 
পরিচিতিশিবালিক পর্বতের পাদদেশের ভূমি ভাবর নামে পরিচিত। তরাই ভাবরের দক্ষিণ অংশ তরাই নামে পরিচিত।
গঠনছােটোবড়াে পাথর, নুড়ি ও বালি দিয়ে এই অংশটি তৈরি হয়েছে।  প্রধানত বালি, কাদা, পলি দিয়ে তরাই ভূমি গঠিত হয়েছে। 
প্রকৃতিহিমালয়ের নদীগুলি ভাবর অংশে এসে নুড়ি, পাথর, কাকরের স্থূপে হারিয়ে যায়। ভাবর অঞ্চলে হারিয়ে যাওয়া নদীগুলি তরাই অঞ্চলে এসে ফল্গুধারার মত আত্মপ্রকাশ করে। 
উর্বরতাভূমিতে নুড়ি, পাথর বেশি থাকে বলে এটি অনুর্বর অঞ্চল, চাষবাস খুব ভালাে হয় না।ভাবরের তুলনায় উর্বরতা বেশি অনেক চা বাগিচাও আছে।
বিস্তার ভাবরের গড় বিস্তার 8-16 কিমি।তরাইয়ের গড় বিস্তার 20-30 কিমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!