ভাগীরথী-হুগলি নদী কীভাবে দূষিত হচ্ছে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
ভাগীরথী-হুগলি নদীর জলদূষণের কারণ: প্রায় 2500 কিমি দীর্ঘ গঙ্গা নদী ভারতের জীবনরেখা। এই নদীর পার্শ্ববর্তী কলকারখানার বর্জ্য, পৌরসভার বর্জ্য, কৃষিক্ষেত্রের কীটনাশক বাহিত জল ইত্যাদি এই নদীতে এসে পড়ার ফলে নদী আজ দুষিত। বিশেষ করে মােহানা থেকে 600 কিমি উত্তর পর্যন্ত অর্থাৎ ভাগীরথী-হুগলি নদীর পুরােটাতেই বর্জ্যের পরিমাণ সর্বাধিক। বিভিন্নভাবে এই ভাগীরথী-হুগলি নদীর জলদূষণ ঘটছে। যেমন—1) ভাগীরথী-হুগলি নদীর তীরে অবস্থিত কলকারখানার কঠিন বর্জ্য, তরল নােংরা পদার্থ, বিষাক্ত বর্জ্য ইত্যাদি সরাসরি গঙ্গায় নিক্ষেপ করা হয়। 2) ভাগীরথী-হুগলি নদীর পার্শ্ববর্তী কৃষিক্ষেত্রের কীটনাশক, জৈব বর্জ্য, ভূমিক্ষয়ের মাটি প্রভৃতি জলবাহিত হয়ে নদীতে মেশে। 3) মানুষ প্রতিদিন শুকনাে ফুল, প্লাস্টিক, মৃত পশু এবং মূর্তি বিসর্জন দিয়ে ভাগীরথী-হুগলিকে দূষিত করে। 4) ভাগীরথী-হুগলির পার্শ্ববর্তী শহরের যাবতীয় নােংরা বর্জ্য সরাসরি নদীতে ফেলা হয়। 5) নদীতে যন্ত্রচালিত জলযান চলাচল বৃদ্ধি পাওয়ায় পােড়া মােবিল, ডিজেল, পেট্রোল প্রভৃতি নদীর জলে মিশে জলদূষণ ঘটাচ্ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।