ভাগীরথী-হুগলি নদীর দূষণ বাড়লে পরিবেশগত কী কী সমস্যা দেখা দেবে? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
ভাগীরথী-হুগলি নদীর দূষণের ফলে সৃষ্ট সমস্যা: ভাগীরথী-হুগলি নদীতে দূষণ বাড়লে যে যে সমস্যাগুলি দেখা যাবে সেগুলি হল—
1) ব্যয় বৃদ্ধি: নদীর জলকে শােধন করে পানযােগ্য করতে আরও ব্যয় বৃদ্ধি পাবে।
2) দূষণ বৃদ্ধি: নদীর বিষাক্ত জল সেচের কাজে ব্যবহার করা হলে জমি এবং কৃষিজ ফসলের দূষণ মাত্রা বেড়ে যাবে।
3) প্রাণী মৃত্যু: নদীর জল যত দূষিত হবে মাছের দূষণও তত বাড়বে। নদীতে বসবাসকারী অন্যান্য প্রাণীরাও দ্রুত বিলুপ্ত হবে।
4) বন্যার প্রকোপ বৃদ্ধি: বর্জ্য বা আবর্জনা যতই নদীর মধ্যে সঞ্চিত হবে ততই নদীর গভীরতা কমবে ও বন্যার প্রকোপ বাড়বে।
5) নদীর ভাঙন বৃদ্ধি: বর্জ্য দূষণে নদীর ভাঙন বাড়বে। এর ফলে হাজার হাজার হেক্টর কৃষিজমির বিলুপ্তি ঘটবে। ফসল উৎপাদন হ্রাস পাবে।
6) পরিবহণ ব্যবস্থায় বিঘ্ন: নদীতে ভাসমান নানা বর্জ্য নদীপথে পরিবহণ ব্যবস্থাতেও নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।