ভারতের অর্থনীতির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:
ভারতীয় অর্থনীতির ওপর মৌসুমি বায়ুর প্রভাব: ভারতের অর্থনীতির ওপর মৌসুমি বায়ুর প্রভাবগুলি হল —
১) কৃষিতে: ভারতীয় অর্থনীতি কৃষিনির্ভর। এই কৃষিনির্ভর অর্থনীতির মূল ভিত্তি হল বৃষ্টিপাত। ভারত যেহেতু মৌসুমি জলবায়ুর দেশ তাই ভারতীয় কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যন্ত বেশি। যথা সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ভারতীয় কৃষি যেমন লাভবান হয়, তেমনই আবার এই বৃষ্টিপাতের অনিশ্চয়তা ভারতীয় কৃষিতে বিপর্যয় ডেকে আনতে পারে। যার সরাসরি প্রভাব পড়ে ভারতীয় অর্থনীতির ওপর। এখানে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে শস্যবর্ষ স্থির করা হয়।
২) শিল্পে: কৃষিভিত্তিক শিল্পের ওপর মৌসুমি বায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। পাট শিল্প, চা শিল্প, বস্ত্র বয়ন শিল্প, চিনি শিল্প প্রভৃতি শিল্পগুলি কৃষির ওপর নির্ভর করে গড়ে উঠেছে বলে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন শিল্পেও প্রভাব ফেলে। অতিবৃষ্টি বা খরা কৃষি উৎপাদনকে ব্যাহত করে। তাই শিল্পের কাঁচামাল উৎপাদন কম হয়, এতে শিল্পজাত দ্রব্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।
৩) অর্থনৈতিক উন্নয়নে: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে অধিক বৃষ্টিপাত হলে বন্যা দেখা যায়। আবার কোনাে বছর বৃষ্টিপাত কম হলে খরা সৃষ্টি হয়। বন্যা বা খরা ফসল উৎপাদনে ও জীবনযাপনে। অসুবিধা তৈরি করে যা আর্থিক উন্নতিতে বাধা দেয়। আবার যে বছর মৌসুমি বায়ুর আগমন যথাযথ হয় সে বছর দেশে কৃষি ও শিল্পের উন্নয়ন এবং আর্থিক বিকাশ ঘটে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very good your writing skill !👍
Out ___________________standing
Writing power of———- geo 💣
Very good
10marks writing
ঠিক আছে কিন্তু নোট টা আর একটু বড় হলে ভালো 👍🏽
Very good
Good