ভারতবিভাগের অনিবার্যতা বিচার করাে। 

ভারতবিভাগের অনিবার্যতা বিচার করাে।    4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : ভারতবিভাগ অনিবার্য ছিল কিনা তা ভারত ইতিহাসের অন্যতম বিতর্কিত বিষয়। যদিও অনেকে ভারত বিভাজনের জন্য ব্রিটিশ সরকারের কূটনীতিকে দায়ী করেন তবু জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগ-উভয়েই এ ব্যাপারে সমান দায়ী ছিল বলে অনেকে মত প্রকাশ করেছেন।

ভারত বিভাগের অনিবার্যতা : 

১. কংগ্রেসের ব্যর্থতা : জাতীয় কংগ্রেসের ভ্রান্ত নীতি ও দোদুল্যমানতার ফলে মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির প্রসার ঘটে। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস ব্রিটিশ-বিরােধী আন্দোলনে নিবদ্ধ হওয়ায় মুসলিম লিগ শক্তিবৃদ্ধির সুযােগ পেল। 

২. প্রত্যক্ষ সংগ্রাম : মুসলিমরা উদ্দেশ্যপ্রণােদিতভাবে অন্তর্বর্তী সরকারে যােগ না দিলে অচলাবস্থা সৃষ্টি হয় এবং মুসলিম লিগ তথা জিন্নার প্রত্যক্ষ সংগ্রামের ডাক ও সাম্প্রদায়িক দাঙ্গা এক গৃহযুদ্ধ জনিত পরিস্থিতি সৃষ্টি করে। 

৩. দেশভাগ : এই বীভৎসতা থেকে দেশকে রক্ষা করার জন্যই কংগ্রেস ভারত বিভাজন মেনে নেয় এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশভাগকে মেনে নেওয়া ছাড়া কংগ্রেসের অন্য কোনাে বিকল্প ছিল না।

অনিবার্য নয় : ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল না, কারণ— (১) মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজন স্পষ্ট হলেও চূড়ান্ত হয়নি; (২) মাউন্টব্যাটেন আরেকটু ধৈর্য ধরে অগ্রসর হলে হয়তাে ভারত বিভাজন এড়ানাে যেত; (৩) ইতিপূর্বের মন্ত্রীমিশন পরিকল্পনা গৃহীত হলে ভারতের ঐক্য ও শান্তি বজায় থাকত; (৪) মৌলানা আজাদসহ কিছু কংগ্রেস নেতা ভারত বিভাজনের প্রতিবাদ পরিকল্পনার তীব্র প্রতিবাদ করলেও সামগ্রিকভাবে জাতীয় কংগ্রেস ভারত বিভাজন মেনে নিয়েছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment