ভারতে অরণ্যকে কী কী ভাবে ব্যবহার করা হয়?

ভারতে অরণ্যকে কী কী ভাবে ব্যবহার করা হয়? Class 10 | Geography | 5 Marks

উত্তর:

অরণ্য একটি জাতীয় সম্পদ, তাই অরণ্যকে নানাভাবে ব্যবহার করা যায় — 

প্রত্যক্ষ ব্যবহার

1. জ্বালানি কাঠ: ভারতের সংগৃহীত কাঠের অধিকাংশই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গৃহস্থালিতে রান্নার কাজে, ঠান্ডা জলবায়ু অঞলে ফার্নেসে কাঠ পুড়িয়ে ঘরবাড়ি গরম রাখার কাজে জ্বালানি কাঠের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। 

2. চেরাই কাঠের ব্যবহার: অরণ্য থেকে বিভিন্ন ধরনের শক্ত কাঠ পাওয়া যায়। সেই কাঠ চেরাই করে আসবাবপত্র, বাড়ি, নৌকা,জাহাজ, রেলের কামরা, বাস, ট্রাক প্রভৃতি তৈরি করা হয় এবং খেলাধুলাে ও অন্যান্য বিভিন্ন কাজেও চেরাই কাঠ ব্যবহার করা হয়।

3. বনজ সম্পদের ব্যবহার: ভারতে প্রাপ্ত সরলবর্গীয় গাছ থেকে রজন ও তারপিন তেল পাওয়া যায়। এ ছাড়া, অরণ্য থেকে নানা ধরনের গাছের মূল্যবান আঠা, মশলা, শিকড়, ছাল, পাতা, ফল প্রভৃতি সংগৃহীত হয়। ভারতের প্রায় 35 লক্ষ মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল এবং সরকারি আয়ের প্রায় 2শতাংশ অরণ্য থেকে আসে। 

পরােক্ষ ব্যবহার

অরণ্য ভূমিক্ষয় রােধ, জমির উর্বরতা বৃদ্ধি, জলবায়ু নিয়ন্ত্রণ, বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড-এর ভারসাম্য রক্ষা ও মরুভূমির প্রসার রােধ করতে সাহায্য করে। দূষণমুক্ত পরিবেশ গঠন, পর্যটন শিল্পের প্রসার প্রভৃতি নানা কাজে অরণ্যকে পরােক্ষভাবে ব্যবহার করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment