দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়ােজনীয় কেন?

ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়ােজনীয় কেন?

ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়ােজনীয় কেন? অথবা, ভারতে বনভূমি সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? Class 10 | Geography | 5 Marks

উত্তর: ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়ােজনীয়তা

পরিবেশ বিজ্ঞানীদের মতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য দেশের অন্তত এক-তৃতীয়াংশ স্থানে বনভূমি থাকা প্রয়ােজন। ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়ােজনীয়তাগুলি হল— 

1. পরিবেশের ভারসাম্য রক্ষা করা: বর্তমানে পরিবেশদূষণের মাত্রা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি করলে পরিবেশদূষণের মাত্রা হ্রাস পাবে ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। 

2. জলবায়ুর পরিবর্তন রােধ করা: বনভূমি বায়ুর আর্দ্রতাকে বিশেষভাবে প্রভাবিত করে যা বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ ও নিয়ন্ত্রণে সাহায্য করে। বর্তমানে বায়ুতে দূষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে বায়ুমণ্ডলের উয়তা বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। এই ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেতে হলে বনভূমি সংরক্ষণ করা ভীষণ প্রয়ােজন।

3. খরা ও ভূমিক্ষয় রােধ: বনভূমির অভাবে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে যা পরােক্ষভাবে খরার সৃষ্টি করছে। এ ছাড়া, বনভূমি না থাকায় মৃত্তিকার আস্তরণ ক্রমশ আলগা হয়ে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কারণে খরা ও মৃত্তিকাক্ষয় রােধ করতে বনভূমি সংরক্ষণ প্রয়ােজন। 

4. মরুভূমির প্রসার রােধ করা : বনভূমির উপস্থিতি মরুভূমির প্রসার রােধ করতে সাহায্য করে। 

5. অরণ্যজাত সম্পদের জোগান অব্যাহত রাখা: বনভূমি থেকে আমরা নিত্য প্রয়ােজনীয় বিভিন্ন জিনিস, যেমন—কাঠ ও অন্যান্য উপজাত দ্রব্য (যেমন—মধু, ধূপ, ভেষজ উদ্ভিদ প্রভৃতি) পেয়ে। থাকি। এইসব সম্পদের জোগান বজায় রাখার জন্য বনভূমি সংরক্ষণ করা উচিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment