ভারতে কীভাবে অরণ্য সংরক্ষণ করা যায়? অথবা, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks
উত্তর: ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতি
বর্তমানে ভারতের ক্ষেত্রমানের বিচারে বনাবৃত ভূমির পরিমাণ প্রায় 24.39 শতাংশ (সূত্র: India State of Forest Report’17)। অথচ সমগ্র দেশের মােট আয়তনের 33 শতাংশ বনভূমি থাকা বাঞ্ছনীয়। তাই নানা পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা প্রয়ােজন। যেমন
1. অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রােধ : অপ্রয়ােজনীয় বৃক্ষচ্ছেদন রােধ করতে হবে। বনভূমি ও যে-কোনাে স্থান থেকে অনিয়ন্ত্রিত ভাবে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে।
2. অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস: গাছ কাটার খুব প্রয়ােজন হলে কেবল পরিণত বৃক্ষই যেন ছেদন করা হয়। অপরিণত এবং চারাগাছের রক্ষণাবেক্ষণের প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে এবং তাদের যাতে ক্ষতি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
3. জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি : গ্রাম এবং শহরে জ্বালানি হিসেবে কাঠের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস, জৈবগ্যাস, সৌর শক্তি ইত্যাদি বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি। করতে হবে। এতে জ্বালানি কাঠের ব্যবহার কমবে এবং অরণ্যের সংরক্ষণ হবে।
4. দাবানল প্রতিরােধ : বনভূমিতে দাবানল যাতে না লাগে তার দিকে দৃষ্টি রাখতে হবে এবং দাবানল লাগলে যাতে দ্রুত তা নিবারণvকরা যায় তার ব্যবস্থা করতে হবে।
5. পশুচারণ নিয়ন্ত্রণ : অরণ্যকে রক্ষা করার জন্য পশুচারণ ক্ষেত্র নির্দিষ্ট করে দিতে হবে। অরণ্যভূমিতে পশুর দল চারাগাছ খেয়ে ফেলে এবং গাছকে নষ্ট করে দেয়। তাই পশুচারণ নিয়ন্ত্রণ করা। জরুরি।
6. বনসৃজন ও পুনর্বনসৃজন : যেসব স্থান উদ্ভিদহীন সেখানে নতুন করে বনসৃজন করা যেতে পারে এবং বনভুমিতে যেখানে পশুচারণের ফলে বা মানুষের নিজের প্রয়ােজনে অরণ্যচ্ছেদনের। ফলে গাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে সেখানে পুনর্বনসৃজন ঘটিয়ে। অরণ্য পুনরুদ্ধার করতে হবে।
7. অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি গ্রহণ ; রাস্তা নির্মাণ, খাল খনন প্রভৃতি উন্নয়নমূলক কাজের সময় কেবল পরিণত ও নির্বাচিত বৃক্ষই কাটতে হবে। এজন্য অরণ্য ব্যবস্থাপনার যথাযথ কর্মসূচি গ্রহণ করাপ্রয়ােজন।
8. মানুষের অংশগ্রহণ; বর্তমানে উদ্ভিদের স্বল্পতার জন্য প্রত্যক্ষ ও পরােক্ষভাবে মানুষই দায়ী। তাই সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বনসংরক্ষণ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। সেজন্য যৌথ বন পরিচালনা (Joint Forest Management) ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks, I like this passage
Thanks……..