ভারতের কোথায় কোথায় ঝুমচাষ করা হয় এবং কীভাবে করা হয়?

ভারতের কোথায় কোথায় ঝুমচাষ করা হয় এবং কীভাবে করা হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

ভারতের ঝুমচাষ অধ্যুষিত অঞ্চল: ঝুমচাষ এক ধরনের স্থানপরিবর্তনশীল কৃষিপদ্ধতি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর প্রভৃতি রাজ্যে পাহাড়ি উপজাতির লােকেরা এই পদ্ধতিতে কৃষিকাজ করে। 

ভারতে ঝুমচাষ পদ্ধতি : এই পদ্ধতিতে প্রথমে বনভূমির কোনাে একটি অংশ নির্দিষ্ট করে তা পুড়িয়ে দেওয়া হয়। তারপর যখন ওই ছাই মাটির সঙ্গে মিশে যায়, তখন তাতে গর্ত করে বিভিন্ন ফসলের বীজ পুঁতে দেওয়া হয়। এইভাবে তিন থেকে চার বছর চাষ করার পর মত্তিকার। উর্বরাশক্তি হাস পাওয়ায় ওই জমিটি পরিত্যাগ করে আগে থেকে পুড়িয়ে রাখা অন্য কোনাে জমিতে নতুন করে চাষাবাদ শুরু হয়। ঝুম চাষে। প্রত্যেক বছরই কোনাে-না-কোনাে জমি পুড়িয়ে ফেলার ফলে পাহাড়ি অঞ্চলের যেমন জীব-পরিমণ্ডল বিপর্যস্ত হয়, তেমন মৃত্তিকা ক্ষয়ও দ্রুত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment