ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলােচনা করাে

ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলােচনা করাে   Class 10 | Geography | 5 Marks

উত্তর: ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল

মৃত্তিকা ক্ষয়ের ফলে বিভিন্ন পরিবেশগত পরিবর্তন দেখা যায় — 

1. ভৌমজলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস : ক্ষয়ের মাধ্যমে মৃত্তিকার ওপরের নরম স্তর অপসারিত হয়। ফলে নীচের মৃত্তিকার অপেক্ষাকৃত কঠিন স্তরের ওপর দিয়ে জলধারা প্রবাহিত হয়। যেহেতু কঠিন স্তরের মধ্যে দিয়ে জল সহজে চুইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, তাই ভৌমজলের জোগান কমে তার উচ্চতা। হ্রাস পায় এবং মাটির আর্দ্রতাও কমে যায়। 

2. উর্বর মৃত্তিকার উপরিস্তরের অপসারণ : মৃত্তিকার ওপরের অংশে থাকে জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ সর্বাপেক্ষা উর্বর স্তর। বিশেষত জলপ্রবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয়ের ফলে সবার আগে এই উর্বর স্তরটির অপসারণ ঘটে। ফলে কৃষি উৎপাদন হ্রাস পায়। 

3. খাল ও নদীতে পলিসঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি : ভূমিক্ষয় বৃদ্ধি পেলে শিথিল মাটির কণা বাড়তি জল,নদীস্রোত, বায়ুপ্রবাহদ্বারা বাহিত হয়ে নদী, খাল, বিল, জলাশয়, পুকুরে জমা হয়। ফলে পলি সঞ্চিত হয়ে নদী বা জলাশয়ের গভীরতা হ্রাস পায়, যা বন্যা সৃষ্টি করে। 

4. মরু অঞ্চলের প্রসারণ : বায়ুপ্রবাহ মরুভূমির ক্ষয়প্রাপ্ত মাটি ও বালিকে এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এজন্য একদিকে যেমন মৃত্তিকা ক্ষয় বাড়ে, মাটির উর্বরতা কমে যায়, তেমনই একইসঙ্গে যেখানে গিয়ে ওই বালি সঞ্জিত হয়, সেখানে মরুভূমির সম্প্রসারণ ঘটে। এভাবেই রাজস্থানের মরুভূমির আয়তন বাড়ছে।

5. বন্যা ও খরার প্রকোপ বৃদ্ধি : নদীগর্ভে ক্ষয়ীভূত মাটি সতি হলে নদীর নাব্যতা বা গভীরতা কমে যায়। বর্ষাকালে নদীতে জল বাড়লে নদীর জলধারণ ক্ষমতা কমে গিয়ে বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে, যেহেতু সবার আগে মাটির ওপরের স্তরের ক্ষয় হয়, তাই তার আদ্রর্তাও কমতে থাকে। ফলে মৃত্তিকা ধীরে ধীরে শুষ্ক হয়ে খরার প্রবণতা বৃদ্ধি করে। 

অন্যান্য ফলাফল 

1. ভূমিধস বৃদ্ধি : পাহাড়ি অঞলে বৃক্ষচ্ছেদন, ঝুমচাষ, রাস্তাঘাট নির্মাণ, খনিজ উত্তোলন প্রভৃতির কারণে মৃত্তিকা ক্ষয় হলে ভূমি উন্মুক্ত ও আলগা হয়ে পড়ে। ফলে মাটি পাহাড়ে আটকে না। থেকে ঢাল বেয়ে ধসের আকারে নেমে আসে। 

2. অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি: মৃত্তিকা ক্ষয়ের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় ফলে কৃষিজীবী মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধসের কারণে পাহাড়ি অঞ্চলে বহু বাড়িঘর, মানুষের জীবন মুহূর্তে নষ্ট হয়ে যায়। মরুভূমির প্রসারণ ও অন্যান্য কারণে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলােচনা করাে”

Leave a Comment