ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে৷

ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে৷ Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য: ভারত মৌসুমি জলবায়ুর দেশ। এই মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল –

১) ঋতুপরিবর্তন ; ভারতে মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতুপরিবর্তন। শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ—এই চারটি ঋতু ভারতের জলবায়ুতে চক্রাকারে আবর্তিত হয়।
২) বিপরীতধর্মী মৌসুমি বায়ু: ভারতের জলবায়ুতে ঋতুপরিবর্তন হয় দুটি বিপরীতধর্মী মৌসুমি বায়ুর প্রভাবে — একটি শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং অন্যটি গ্রীষ্মকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
৩) বিপরীতমুখী বায়ুপ্রবাহ: ভারতে শীতকালে যেদিক থেকে বায়ুপ্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়।
৪) চারমাসব্যাপী বর্ষাকাল: ভারতে জুন থেকে সেপ্টেম্বর—এই চার। মাস আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল এবং এই চারমাসই ভারতে বর্ষাকাল।
৫) শুষ্ক শীতকাল: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক ও শীতল বলে এই বায়ুর আগমনকালীন তিন মাসে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) ভারতে তাপমাত্রা হ্রাস পায় এবং সমগ্র দেশে শীতকাল বিরাজ করে। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং করমণ্ডল উপকূল ছাড়া তখন দেশের প্রায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকে।
6) বৃষ্টিপাতের অসম বণ্টন: মৌসুমি বায়ুর অনিয়মিত ও অনিশ্চিত প্রকৃতির জন্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিমাণ ও বণ্টন অসম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে৷”

Leave a Comment