ভারতের বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অথবা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলয়ের নাম লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: ভারতের বনভূমির শ্রেণিবিভাগ: উচ্চতা, তাপমাত্রা ও বৃষ্টিপাতের তারতম্যের ওপর নির্ভর করে ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমিকে প্রধানত সাতটি শ্রেণি বা বলয়ে বা অঞলে ভাগ করা যায়। সেগুলি হল—
1.ক্রান্তীয় চিরসবুজ অরণ্য: এই অরণ্যের উল্লেখযােগ্য উদ্ভিদগুলি হল | শিশু, গর্জন, তুন প্রভৃতি।
2. ক্রান্তীয় পর্ণমােচী অরণ্য: শাল, সেগুন, মহুয়া প্রভৃতি হল এই অরণ্যের উল্লেখযােগ্য বৃক্ষ।
3.ক্রান্তীয় মর উদ্ভিদ: এই ধরনের উদ্ভিদের মধ্যে ফণীমণসা, বাবলা। | প্রভৃতি উল্লেখযােগ্য।
4. পার্বত্য উদ্ভিদ: পাইন, ফার, জুনিপার, রডােডেনড্রন, স্থুস প্রভৃতি এখানকার উল্লেখযােগ্য উদ্ভিদ।
5.উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য: এই ধরনের উদ্ভিদের মধ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল প্রভৃতি উল্লেখযােগ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।