ভারতের কোথায় কোথায় অধিক বৃষ্টিপাত হয় এবং কেন?

ভারতের কোথায় কোথায় অধিক বৃষ্টিপাত হয় এবং কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতের অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : ভারতে প্রধানত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের জন্য বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত দেশের সর্বত্র সমানভাবে বণ্টিত নয়। বৃষ্টিপাতের বার্ষিক বণ্টন পর্যালােচনা করলে দেখা | যায়, দেশের দুটি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, যথা — ১) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ও পশ্চিম উপকূল এবং ২) পূর্ব ও উত্তর-পূর্ব ভারত।

পশিচমঘাট পর্বতের পশ্চিমঢাল (প্রতিবাত ঢাল) ও পশ্চিম উপকুল ; আরব সাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বা শাখা ভারতে প্রবেশ করে তা পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে প্রথম সরাসরি বাধা পায়। ফলে পশ্চিমঘাটের পশ্চিমঢাল ও পশ্চিম উপকুলে প্রচুর বৃষ্টিপাত হয়। 

পর্ব ও উত্তর-পূর্ব ভারত: সমগ্র অঞ্চলটি পূর্বাচল ও পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গােপসাগরীয় শাখা পূর্বাচল ও পূর্ব হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর-পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় (অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের উত্তরাংশ এই অঞ্চলের অন্তর্গত)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment