দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতের কোথায় কোথায় অধিক বৃষ্টিপাত হয় এবং কেন?

ভারতের কোথায় কোথায় অধিক বৃষ্টিপাত হয় এবং কেন?

ভারতের কোথায় কোথায় অধিক বৃষ্টিপাত হয় এবং কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতের অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : ভারতে প্রধানত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের জন্য বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত দেশের সর্বত্র সমানভাবে বণ্টিত নয়। বৃষ্টিপাতের বার্ষিক বণ্টন পর্যালােচনা করলে দেখা | যায়, দেশের দুটি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, যথা — ১) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ও পশ্চিম উপকূল এবং ২) পূর্ব ও উত্তর-পূর্ব ভারত।

পশিচমঘাট পর্বতের পশ্চিমঢাল (প্রতিবাত ঢাল) ও পশ্চিম উপকুল ; আরব সাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বা শাখা ভারতে প্রবেশ করে তা পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে প্রথম সরাসরি বাধা পায়। ফলে পশ্চিমঘাটের পশ্চিমঢাল ও পশ্চিম উপকুলে প্রচুর বৃষ্টিপাত হয়। 

পর্ব ও উত্তর-পূর্ব ভারত: সমগ্র অঞ্চলটি পূর্বাচল ও পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গােপসাগরীয় শাখা পূর্বাচল ও পূর্ব হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর-পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় (অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের উত্তরাংশ এই অঞ্চলের অন্তর্গত)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!