ভারতের কোথায় কোথায় কম বৃষ্টিপাত হয় এবং কেন? Class 10 | Geography | 3 Marks‘
ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : ভারতে প্রধানত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের মাধ্যমে বৃষ্টিপাত হলেও দেশের সর্বত্র সমানভাবে বষ্টিপাত হয় না। ভারতের তিনটি অঞ্চলে কম বৃষ্টিপাত হয়—
১) রাজস্থানের পশ্চিমাংশ ও গুজরাতের উত্তর-পশ্চিমাংশ: এই অঞলে বৃষ্টিপাত কম হওয়ার কারণগুলি হল— [i] পর্বতের অভাব: আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর একটি শাখা গুজরাতের কাথিয়াবাড় হয়ে উত্তর-পশ্চিম ভারতের দিকে ছুটে গেলেও তাকে প্রতিহত করার মতাে কোনাে পর্বতশ্রেণি ওখানে নেই। তাই, এই অঞলে বৃষ্টিপাতহয় না। [ii] আরাবল্লি পর্বতের অবস্থান: আরাবল্লি পর্বত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে বিস্তৃত বলে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ওই পর্বতের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আরও উত্তরে চলে যায়। এর ফলে রাজস্থানের পশ্চিমাংশ ও গুজরাতের উত্তর-পশ্চিমাংশ প্রায় বৃষ্টিহীন অবস্থাতেই থাকে।
২) লাডাক মালভূমি: এটি একটি পর্বতবেষ্টিত মালভূমি। তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সুউচ্চ পর্বতশ্রেণি অতিক্রম করে লাডাক মালভূমিতে প্রবেশ করতে পারে না বলেই ওই অঞলে কম বৃষ্টিপাত হয়।
৩) পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অঞ্চল: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানাের পর যখন ওই পর্বতের অনুবাত ঢালে পৌছােয় তখন ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায় বলে বৃষ্টিপাত হয় না।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।