ভারতের মৃত্তিকা ক্ষয় প্রভাবিত অঞ্চলগুলির বিবরণ দাও Class 10 | Geography | 3 Marks
উত্তর: ভারতের মুত্তিকা ক্ষয় প্রভাবিত অঞ্চল: ভারতে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ যথেষ্ট বেশি জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, পশুচারণ, স্থানান্তর কষিপদ্ধতি-সহ মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ প্রভৃতি কারণে মৃত্তিকা ক্ষয় ঘটে চলেছে। যেমন –
1.হিমালয় পার্বত্য অঞ্চল এবং পশ্চিমঘাট ও পর্বঘাট পার্বত্য অঞ্চলে জলপ্রবাহের দ্বারা ক্ষয়ের পরিমাণ বেশি।
2.রাজস্থান ও গুজরাত রাজ্যে বায়ুপ্রবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বেশি।
3. হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে অত্যধিক পশুচারণের ফলে উল্লেখযােগ্য পরিমাণে। মৃত্তিকা ক্ষয় হয়।
4. রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ প্রভৃতির রাজ্যে প্রথাগত কৃষি এবং অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয় সমস্যা ভয়াবহ আকার নিয়েছে।
5. উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দার্জিলিং, সিকিমসহ সামগ্রিকভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিধসের কারণেও বিপুল পরিমাণ মৃত্তিকা ক্ষয়। ঘটে।
6.উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞলগুলিতে ও ওডিশা রাজ্যে স্থানান্তর কৃষিপদ্ধতি মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি করেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।