ভারতের সরলবর্গীয় অরণ্য সম্পর্কে আলােচনা করাে Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: ভারতের সরলবর্গীয় অরণ্য
অবস্থান: সাধারণত তুষারপাত অধ্যুষিত অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য সৃষ্টি হয়। ভারতের মধ্যে একমাত্র পূর্ব হিমালয়ে 2500-4000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ে 2000-3200 মিটার উচ্চতায় বেশি তুষারপাতের কারণে এই বনভূমি দেখা যায়।
বৈশিষ্ট্য: এই অরণ্যের উদ্ভিদগুলি [i] মাঝারি উচ্চতার, [ii] শঙ্কু আকৃতির, [iii] দুচোলাে পত্রযুক্ত এবং [iv] নরম কাঠের হয়।
উদ্ভিদ: এই অরণ্যে পাইন, ফার, রুপালি ফার, স, লরেল, দেবদারু প্রভৃতি সরলবর্গীয় গাছ জন্মায়।
উপযােগিতা: নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে কাগজ শিল্প ও কাঠ। শিল্পের কাঁচামাল হিসেবে এই অরণ্যের কাঠ ব্যাপকভাবে ব্যবহার করা। হলেও দুর্গমতার জন্য ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্য খুব কমই ব্যবহৃত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।