ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? | ভারতকে নদীমাতৃক দেশ বলার কারণ ?

ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? / ভারতকে নদীমাতৃক দেশ বলার কারণ  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতকে নদীমাতৃক দেশ বলার কার :

1. অসংখ্য নদনদীর উপস্থিতি : ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতের ওপর দিয়ে ছােটো, বড়াে, মাঝারি প্রভৃতি বিভিন্ন ধরনের অসংখ্য নদনদী প্রবাহিত হয়েছে। 

2. প্রচুর পরিমাণে জলবহন : ভারতের নদীগুলি বছরে গড়ে 186900 কোটি ঘনমিটার জল বহন করে (প্রধান নদীগুলি 85%, মাঝারি নদীগুলি 7%, ছােটো নদীগুলি 4% এবং অন্যান্য জলধারা 4% জল বহন করে)। 

3. জনপদ স্থাপন ও জীবনযাত্রার ওপর প্রভাব বিস্তার : নদনদীগুলি সুদূর অতীত থেকে ভারতবাসীর জীবনধারার ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছে। হরপ্পা ও মহেনজোদারাের মতাে প্রাচীন সভ্যতা-সহ এলাহাবাদ, বারাণসীর মতাে প্রাচীন ধর্মস্থান এবং আধুনিক ভারতের অধিকাংশ শহর, নগর, জনপদ গড়ে উঠেছে কোনাে-না-কোনাে নদীর তীরে। 

4. কৃষিকাজের সুযােগ : কৃষিপ্রধান ভারতের অধিকাংশ চাষাবাদ নদী উপত্যকাগুলিতেই করা হয়। 

5. নদীকেন্দ্রিক শিল্প স্থাপন : গুরুত্বপূর্ণ শিল্পগুলি, যেমন— কার্পাস বয়ন, চিনি, পাট প্রভৃতি পরােক্ষভাবে নদীর ওপর নির্ভরশীল। এ ছাড়া, দেশের জলসেচ ব্যবস্থা, সামগ্রিক জলবিদ্যুৎ উৎপাদন অভ্যন্তরীণ সুলভ জলপথে পরিবহণ ব্যবস্থা, পানীয় জলের জোগান প্রভৃতি ক্ষেত্রেও নদনদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 

প্রকৃতপক্ষে, ভারতের নদনদী থেকে এতরকম সুবিধা পাওয়া ছাড়াও নদনদীগুলি যেন মায়ের মতাে সন্তান স্নেহে ভারতীয়দের লালনপালন করে চলেছে, ভারতীয়দের জীবনধারাকে পরিপুষ্ট করে চলেছে। এজন্যই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment