ভারত মহাসাগরের গ্রীষ্মকালীন স্রোতের বর্ণনা দাও। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
ভারত মহাসাগরের গ্রীষ্মকালীন স্রোত: ভারত মহাসাগরের দক্ষিণাংশের একটি গুরুত্বপূর্ণ উষ্ণ স্রোত হল দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই স্রোতটি নিরক্ষরেখার দক্ষিণ অংশ দিয়ে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে যেতে যেতে মাদাগাস্কার দ্বীপের কাছে এসে তিনটি শাখায় ভাগ হয়। এর মধ্যে যে শাখাটি উত্তর দিকে বেঁকে যায় সেটিই মৌসুমি বায়ুর দিক ও গতি অনুসারে প্রবাহিত হয়। তাই এই স্রোতটির নাম মৌসুমি স্রোত। এই স্রোতটি গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণাবর্তে বা ডানদিকে বয়ে যায়। আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে (সােমালিয়ার পাশ দিয়ে) যাওয়ার সময় স্রোতটি সােমালি স্রোত নামে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। তারপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত হিসেবে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্য দিয়ে সুমাত্রা দ্বীপ পর্যন্ত চলে যায়। এইভাবে ভারত মহাসাগরের উত্তরাংশে গ্রীষ্মকালে কেবল দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত প্রবাহিত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।