ভারতে অধিক জন্মহারের কারণ কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতে অধিক জন্মহারের কারণ: ভারতে জন্মহার অধিক, অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে জন্মহার ছিল প্রতি হাজারে 21 জন। ভারতে অধিক জন্মহারের কারণ হল—
1. স্বল্প শিক্ষার হার: এই দেশে এখনও 26% মানুষ শিক্ষার আলাে পায়নি। যার ফলে জনসংখ্যার বৃদ্ধিকে আশানুরূপ বা পরিকল্পনা মতাে নিয়ন্ত্রণ করা যায়নি।
2. বাল্যবিবাহ: ছেলে বা মেয়েদের অল্প বয়সে বিবাহ হলে তাদের সন্তান ধারণক্ষমতার সময়সীমা অনেক বেশি হয়। ভারতে 18 বছর পূর্ণ হওয়ার অনেক আগেই বহু মেয়ের বিয়ে হয়ে যায়।
3. ধর্মীয় কারণ: ধর্মীয় কারণ একদিকে জন্ম নিয়ন্ত্রণে নানাপ্রকার বিধিনিষেধ আরােপ করে, অন্যদিকে জন্মহার বৃদ্ধিতে উৎসাহ দেয়।
4. মেয়েদের সামাজিক মর্যাদা: ভারতের মতাে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সামাজিক মর্যাদা কম। তাই মেয়েরাও অনেকসময় পরিবারের চাপে জন্ম নিয়ন্ত্রণে উৎসাহিত হয় না।
উল্লিখিত কারণগুলির জন্য ভারতে অধিক জন্মহার দেখা যায়।
অন্যান্য কারণ :
1.সচেতনতার অভাব: ভারতের মতাে উন্নয়নশীল দেশে জন্ম নিয়ন্ত্রণে জনসাধারণের মধ্যে সচেতনতার বেশ অভাব রয়েছে।
2. সরকারি পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব : এই দেশের সরকার জন্ম নিয়ন্ত্রণে খুব বেশি পরিকল্পনা গ্রহণ করেনি। অল্প কিছু পরিকল্পনা গ্রহণ করলেও তার সঠিক বাস্তবায়নের অভাব রয়েছে।
3. উচ্চ মৃত্যহার: উচ্চ মৃত্যুহারও পরােক্ষভাবে জন্মহার বৃদ্ধিতে সাহায্য করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।