ভারতে চা চাষের সমস্যা ও সমাধান সম্পর্কে কী জান আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks
উত্তর:-
ভারতে চা চাষের সমস্যা: ভারতে চা চাষের সমস্যাগুলি হল —
1) জমির অভাব: অধিকাংশ চা বাগিচাই দীর্ঘদিনের, যেমন—উত্তর পূর্ব ভারতের কোনাে কোনাে বাগিচার বয়স 100 বছরেরও বেশি। এ ছাড়া, বাগিচাগুলি সম্প্রসারণের জন্য প্রয়ােজনীয় জমির অভাব রয়েছে।
2) আর্থিক অসুবিধা: বাগিচার মালিকরা আর্থিক অসুবিধার কারণে বহু বাগিচা বন্ধ করে দিয়েছেন।
3) উৎপাদন ব্যয় বেশি: চা উৎপাদনের ব্যয় বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী দেশের থেকে বেশি।
4) তীব্র প্রতিযােগীতা: তীব্র প্রতিযােগিতার কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের বিক্রি আগের চেয়ে কমেছে।
ভারতে চা চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা: ভারতে চা চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি হল—
1) বাগিচা তৈরি: নতুন করে অব্যবহৃত জমিতে ছােটো ছােটো চা বাগিচা গড়ে তােলা হচ্ছে।
2) বাগিচা চালুর প্রচেষ্টা: সমবায় পদ্ধতিতে শ্রমিকদের দ্বারা অথবা সরকারি অধিগ্রহণের মাধ্যমে ওইসব বাগিচা চালুর প্রচেষ্টা করা হচ্ছে।
3) সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি: চায়ের উৎপাদন ব্যয় কমানাের জন্য শ্রমিকদের উৎপাদিকা শক্তি বৃদ্ধি, সৌরশক্তির ব্যবহার ইত্যাদি উপায় অবলম্বন করা হচ্ছে।
4) আন্তর্জাতিক বাজারে চা রপ্তানি বৃদ্ধি: ভারতীয় চায়ের গুণমান আরও বৃদ্ধি করে এবং মূল্য হ্রাস করে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।