ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। অথবা, ভারতে জলসেচের গুরুত্ব কী? 

ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা সম্পর্কে আলােচনা করাে। 
অথবা, ভারতে জলসেচের গুরুত্ব কী?    Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা বা গুরুত্ব :  ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজনীয়তা বা গুরুত্বগুলি হল— 

1. অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাত: ভারতে সারাবছর বৃষ্টিপাত হয় না। শতকরা প্রায় 67-72 ভাগ বৃষ্টিপাত বর্ষাকালের 4 মাসের মধ্যে হয়, যা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঘটে থাকে। কিন্তু দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন অনিশ্চিত এবং অনিয়মিত। একমাত্র জলসেচের মাধ্যমেই কৃষির এই অনিশ্চিত অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

2. বৃষ্টিপাতের অসম বণ্টন: ভারতে বৃষ্টিপাত সব জায়গায় সমান হারে হয় না। উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ জায়গায় বছরে 75 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের এই আঞ্চলিক বণ্টনগত বৈষম্যের দরুন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাতের উত্তর ও পশ্চিমাংশ, দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরভাগ প্রভৃতি এলাকায় কৃষিকাজের জন্য জলসেচের বিশেষ প্রয়ােজন।

3. শুষ্ক শীতকাল: উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং করমণ্ডল উপকূলের দক্ষিণাংশ—এই দুটি অঞ্চল ছাড়া ভারতের অন্যত্র শীতকালে বিশেষ বৃষ্টিপাত হয় না। সুতরাং, শীতকালে ভারতে গম, ডাল, তৈলবীজ, বােরাে ধান প্রভৃতি রবিশস্য চাষের জন্য জলসেচ খুবই গুরুত্বপূর্ণ। 

4. মৃত্তিকার জলধারণ ক্ষমতার তারতম্য: লােহিত মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। তাই, ওইসব মাটিতে কৃষিকাজ করার জন্য জলসেচ প্রয়ােজন। 

5. উচ্চফলনশীল বীজের চাষ: খাদ্যের বর্ধিত চাহিদা পূরণের জন্য ভারতের বিভিন্ন অংশে উচ্চফলনশীল বীজের চাষ করা হয়। কিন্তু উচ্চফলনশীল শস্য চাষের জন্য অধিক পরিমাণে জল প্রয়ােজন। একমাত্র জলসেচের মাধ্যমেই তা সরাহ করা সম্ভব। 

6. সারাবছরব্যাপী চাষ: কৃষি উৎপাদন বাড়ানাের জন্য একই জমিতে প্রতিবছর তিন-চার বার চাষ করা হয়। একমাত্র জলসেচের ব্যবস্থা থাকলে তবেই জমিতে সারাবছর চাষ করা সম্ভব হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment