ভারতের জলপথের অসুবিধাগুলি কী কী? 

ভারতের জলপথের অসুবিধাগুলি কী কী?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের জলপথের অসুবিধা: ভারতে জলপথে পরিবহণে অনেক অসুবিধা আছে, যেমন— 

1. ধীরগামিতা: জলপথে পরিবহণ খুব ধীর গতিতে হয়। তাই জরুরি ভিত্তিতে কোনাে পণ্য এবং যাত্রী পরিবহণ অসুবিধাজনক। 

2. প্রতিকূল আবহাওয়া: ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাত জলপথ পরিবহণে সমস্যা তৈরি করে। জলােচ্ছ্বাসে জাহাজ ডুবে গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

3. নাব্যতার সমস্যা: গঙ্গা, ব্রম্মপুত্রের মতাে নদীপথে প্রচুর পরিমানে পলি জমে। এতে নদীর নাব্যতা কমে যায় ও জাহাজ বা বড়ো নৌযান চলাচলে অসুবিধা হয়। 

4. নিরাপত্তার সমস্যা: সামুদ্রিক জলপথে প্রায়ই জাহাজগুলিকে এককভাবে চলতে হয়। এতে জলদস্যুর আক্রমণের ভয় থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment