ভারতে জলসেচের অনুকুল ভৌগােলিক অবস্থাগুলি আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks‘
উত্তর:-
ভারতে জলসেচের অনুকূল ভৌগােলিক অবস্থা : ভারতে জলসেচের অনুকুল ভৌগােলিক অবস্থাগুলি হল —
1, বরফগলা জলে পুষ্ট নদনদী: উত্তর ভারতে বড়াে বড়াে নদীগুলি বরফগলা জলে পুষ্ট বলে এগুলিতে সারাবছর জল থাকে। এর ফলে উত্তর ভারতের নদীগুলি থেকে নিত্যবহ খাল খনন করার সুবিধা রয়েছে, যেখান থেকে সারাবছর কৃষিকাজের জন্য প্রয়ােজনীয় জল সরবরাহ করা সম্ভব।
2. বিস্তীর্ণ সমভূমি: উত্তর ভারতের সুবিস্তৃত সমভূমি অঞ্চলে ও পূর্ব উপকূলে বিস্তীর্ণ সমভূমি থাকায় সহজে খাল কেটে জলসেচ করা যায়।
3. স্বল্প গভীর ভৌমজলস্তর: পলিগঠিত অঞ্চলগুলিতে পলিস্তরের সামান্য নীচে জলস্তর থাকায় সহজেই কুপ, নলকূপ খনন করে ভূগর্ভস্থ জল সেচের কাজে ব্যবহার করা যায়।
4. বৃষ্টির জলের প্রাচুর্য: বর্ষাকালে দেশের খালবিল, নদীনালা, হ্রদ, পুকুর ও অন্যান্য জলাশয় জলপূর্ণ হয়ে যায় বলে বছরের অন্যান্য সময় সেগুলি থেকে সেচের জল সরবরাহ করা সম্ভব হয়।
5. বাঁধ তৈরির অনুকূল ভূপ্রকৃতি: উপদ্বীপীয় মালভূমির শক্ত ও কেলাসিত শিলা দ্বারা গঠিত ভূপ্রকৃতি ওই অঞ্চলের নদীসমূহের গতিপথে বাঁধ এবং কৃত্রিম জলাধার তৈরির পক্ষে বিশেষভাবে অনুকুল, যেগুলি থেকে খাল খনন করে জলসেচ করা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।