ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ হিসেবে নদনদীর প্রভাব লেখাে। 

ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ হিসেবে নদনদীর প্রভাব লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ হিসেবে নদনদীর প্রভাব : মানুষের প্রাথমিক প্রয়ােজন হল জল। পৃথিবীর জনবসতি লক্ষ করলে দেখা যায় যে, অধিকাংশ বসতি পানীয় জলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কৃষিকাজে জলের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। প্রয়ােজনমতাে এবং সময়মতাে জল পাওয়া খুব দরকার। এই কারণে নদীর তীরবর্তী অঞ্চলে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। ভারতের জনঘনত্বের বণ্টন লক্ষ করলে দেখা যায় উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু ও ব্রম্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী, গােদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী উপত্যকায় জনঘনত্ব বেশি। যেসব কারণে ভারতে নদী উপত্যকা অঞ্চলে জনঘনত্ব বেশি দেখা যায়, সেগুলি হল— 

1. জলসেচ: নদী থেকে কৃষির জন্য জলসেচের সুবিধা পাওয়া যায়।

2. পরিবহণ: নদী পরিবহণে সাহায্য করে। 

3. জলবিদ্যুৎ উৎপাদন: নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 

4. পানীয় জল: নদী থেকে পানীয় জল পাওয়া যায়।

5. মৎস্য চাষ: নদীকে কেন্দ্র করে মৎস্য চাষ করা হয়। 

6. জলনিকাশী: নদী জলনিকাশের একটি অন্যতম মাধ্যম। 

7. কৃষিকাজ: নদীর দুই তীরবর্তী পলিগঠিত অঞ্চল কৃষিকাজের অন্যতম সহায়ক।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment