ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। 

ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। 

ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণসমূহ 

ভারতে কার্পাস বয়ন শিল্প যথেষ্ট উন্নত। দেশের বিভিন্ন অংশে অনেক কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। অবস্থান অনুসারে ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলিকে মােট চারটি অঞ্চলে ভাগ করা যায়— 

[1] পশ্চিমাঞ্চল, [2] দক্ষিণাঞ্চল, [3] উত্তরাঞ্চল এবং [4] পূর্বাঞ্চল। এই অঞ্চলগুলিতে অবস্থিত বিভিন্ন কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলি গড়ে ওঠার কারণগুলি হল—

1. কাচামালের সহজলভ্যতা : পশ্চিম ভারতের কুয় মৃত্তিকা অলে প্রচুর পরিমাণে তুলাে উৎপন্ন হয়, যা কার্পাস বয়ন শিল্পের প্রধান কাচামাল। এ ছাড়া, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও উন্নতমানের দীর্ঘ ও অতিদীর্ঘ আঁশযুক্ত তুলোর চাষের প্রচলন হওয়ায় কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল সহজেই সংগ্রহ করা যায়।

2. আর্দ্র জলবায়ু : উপদ্বীপীয় ভারতের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষত দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তুলাে চাষের অনুকূল আর্দ্র জলবায়ু রয়েছে। এ ছাড়া, আর্দ্র জলবায়ু সুতাে কাটার পক্ষেও বিশেষ উপযােগী। তবে বর্তমানে এটি কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান নয় কারণ কারখানাগুলিতে কৃত্রিমভাবেও আদ্রতা সৃষ্টি করা যায়।

3. সুলভ বিদ্যুৎশক্তি পাওয়ার সুবিধা: স্বাধীনতার পরবর্তীকালে গড়ে ওঠা বিভিন্ন জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার সুবিধা ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশে সহায়তা করেছে। ভারতের বিভিন্ন অঞ্চল, যেমন—পশ্চিম ভারতের (উকাই, কয়না), দক্ষিণ ভারতের (মের, শিবসমুদ্রম, নাগার্জুনসাগর), উত্তর ভারতের (ভাকরা, রিহান্দ, বাধিন্ডা), পূর্ব ভারতের (হিরাকুঁদ, তালচের, ব্যান্ডেল) বিভিন্ন তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সহজেই বিদ্যুৎ পাওয়া যায়। 

4. বন্দরের সান্নিধ্য : মুম্বাই, কান্ডালা (পশ্চিম ভারত), বিশাখাপত্তনম, কোচি, চেন্নাই, নিউ ম্যাঙ্গালাের (দক্ষিণ ভারত), কলকাতা, হলদিয়া (পূর্ব ভারত) প্রভৃতি বন্দরের মাধ্যমে কঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য সহজেই রপ্তানি করার সুবিধা ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশে সহায়তা করেছে।

5. উন্নত পরিবহণ ব্যবস্থা : ভারতের রেলপথ ব্যবস্থা এবং জাতীয় ও রাজ্য সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার ফলে উৎপাদক অঞ্চল থেকে কাচামাল সহজেই উৎপাদন কেন্দ্রে আনা যায় এবং উৎপাদিত পণ্য সহজেই বাজারে পাঠানাে যায়। তাই ভারতের বিভিন্ন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠতে দেখা যায়।

অন্যান্য কারণ

1. পর্যাপ্ত মূলধন বিনিয়ােগ: ভারতে কার্পাস বয়ন শিল্পে সরকারি ও বেসরকারি উদ্যোগে (পারসি, ভাটিয়া, গুজরাতি ব্যবসায়ী) প্রচুর পরিমাণে মূলধন বিনিয়ােগ করার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে এই শিল্প গড়ে উঠেছে। 

2. সুলভ শ্রমিক : ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ফলে। এখানে শিল্পের জন্য শ্রমিক সহজেই পাওয়া যায়, যেমন আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠার ক্ষেত্রে সুরাতের শ্রমিকদের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ছিল। 

3. বিপুল চাহিদা: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ভারতীয় বস্ত্রের বিপুল চাহিদা ভারতে নতুন নতুন কার্পাস বয়ন শিল্পকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment