দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে কার্পাস উৎপাদনের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

ভারতে কার্পাস উৎপাদনের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

ভারতে কার্পাস উৎপাদনের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে কার্পাস উৎপাদনের অনুকুল প্রাকৃতিক পরিবেশে

কার্পাস ভারতের প্রধান তন্তু ফসল। কার্পাস চাষের জন্য যে অনুকুল প্রাকৃতিক পরিবেশ বিশেষভাবে প্রয়ােজন, সেগুলি হল— 

1) জলবায়ু: তুলাে ক্রান্তীয় ও উপক্ৰান্তীয় অঞ্চলের ফসল ও এখানকার মাঝারি ধরনের উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তুলাে চাষ করা হয়। 

[i] উষ্ণতা: তুলাে চাষের জন্য গড়ে 20°সে-26 °সে উষ্ণতা প্রয়ােজন। 

[ii] বৃষ্টিপাত: বার্ষিক 60-100 সেমি বৃষ্টিপাতে তুলাে চাষ ভালাে হয়। অবশ্য উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে জলসেচের সাহায্যে 60 সেমির কম বৃষ্টিপাতযুক্ত এলাকাতেও তুলাে চাষ করা হচ্ছে। 

[iii] সামুদ্রিক বাতাস: সামুদ্রিক লােনা বাতাসে তুলাে চাষ ভালাে হয়। 

2) মৃত্তিকা: চুন মেশানাে উর্বর দোআঁশ মাটি তুলাে চাষের পক্ষে আদর্শ। এ ছাড়া, চারনােজেম মাটি এবং লাভা থেকে গঠিত দাক্ষিণাত্যের কালাে রেগুর মাটিতে প্রচুর পরিমাণে তুলাে উৎপাদিত হয়। 

3) ভূমির প্রকৃতি: তুলাে গাছের গােড়াতে যাতে জল জমতে না পারে সেজন্য উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমি এই চাষের পক্ষে আদর্শ।

 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ভারতে কার্পাস উৎপাদনের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।”

Leave a Comment

error: Content is protected !!