ভারতের কোথায় কোথায় লােহা ও ইস্পাত কারখানা আছে ? 

ভারতের কোথায় কোথায় লােহা ও ইস্পাত কারখানা আছে ?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতে লােহা ও ইম্পাত কারখানার অবস্থান : ভারতের প্রধান লােহা ও ইস্পাত সংস্থাগুলি হল স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL), রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL), টাটা স্টিল লিমিটেড (TSL) ও জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (JSPL)। এই সংস্থাগুলির অধীনস্থ গুরুত্বপূর্ণ কারখানাগুলির অবস্থান উল্লেখ করা হল— 

1. স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL): এই সংস্থার অধীনে ভিলাই স্টিল প্লান্ট (ছত্তিশগড়); দুর্গাপুর স্টিল প্লান্ট, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির বার্নপুরকুলটি প্লান্ট (পশ্চিমবঙ্গ); রৌরকেলা স্টিল প্লান্ট (ওডিশা); বােকারাে স্টিল প্লান্ট (ঝাড়খণ্ড); ভদ্রাবতী প্লান্ট বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেডের (কর্ণাটক); দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট (পশ্চিমবঙ্গ);  সালেম স্টিল প্লান্ট (তামিলনাড়) এই কারখানাগুলি আছে।

2. রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL): এই সংস্থার অধীনে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট (অপ্রদেশ) কারখানা আছে। 

3. টাটা স্টিল লিমিটেড (TSL): এই সংস্থার অধীনে জামশেদপুর প্লান্ট (ঝাড়খণ্ড) কারখানা আছে। 

4. জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (USPL): এই সংস্থার অধীনে বিজয়নগর স্টিল প্লান্ট (কর্ণাটক) কারখানা আছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment