ভারতে লােহা ও ইস্পাত শিল্পের সমস্যাসমূহ আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভারতে লােহা ও ইস্পাত শিল্পের সমস্যাসমূহ
ভারতে লােহা ও ইস্পাত শিল্প যথেষ্ট সমৃদ্ধ হলেও এই শিল্পের বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন
1. উন্নতমানের কোকিং কয়লার অভাব: ভারতে উন্নতমানের আকরিক লােহা থাকলেও লােহা ও ইস্পাত শিল্পের অপর গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ, উন্নতমানের কোকিং কয়লার অভাব আছে।
2. মূলধনের অভাব: নতুন লােহা ও ইস্পাত কারখানা নির্মাণ এবং পুরােনাে কারখানাগুলির আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য প্রচুর মূলধনের প্রয়ােজন হয়, যার অভাব ভারতে রয়েছে।
3. জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা : নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা লােহা ও ইস্পাত শিল্পের উন্নতির পথে বাধা সৃষ্টি করে।
4. প্রয়ােজনীয় যন্ত্রাংশের অভাব: পুরােনাে যন্ত্রপাতি মেরামতি এবং আধুনিকীকরণের জন্য প্রয়ােজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে। আমদানি করতে হয়। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।
5. আধুনিক প্রযুক্তির অভাব: অত্যাধুনিক প্রযুক্তির অভাবে ভারতে ইস্পাত উৎপাদনের খরচ অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি এবং ইস্পাতের গুণগত মানও উন্নত নয়।
অন্যান্য সমস্যা
1. দক্ষ শ্রমিকের অভাব: ভারতে পর্যাপ্ত সংখ্যায় সুলভ শ্রমিক থাকলেও শ্রমিক প্রতি উৎপাদনক্ষমতা বেশ কম এবং তাদের কাজে দক্ষতাও কম।
2. পরিবহণগত সমস্যা : কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির জন্য আন্তর্জাতিক মানের সড়কপথের অভাব এই শিল্পের অন্যতম সমস্যা।
3. শক্তি সমস্যা : ভারতে লােহা ও ইস্পাত শিল্পে ব্যবহৃত বিদ্যুৎশক্তির খরচ অন্যান্য দেশের তুলনায় বেশি। এ ছাড়া, বিদ্যুৎশক্তির জোগানও অনিয়ন্ত্রিত। এই দুই কারণে লােহা ও ইস্পাতের উৎপাদন ব্যয় যেমন বেশি, তেমনই অনেক সময় উৎপাদন ব্যাহত হয়।
4. উৎপাদন ক্ষমতার পূর্ণমাত্রা ব্যবহারের অভাব: ভারতের লােহা ও ইস্পাত কেন্দ্রগুলির উৎপাদন ক্ষমতার 80 শতাংশের বেশি কখনােই ব্যবহার করা হয় না। উদাহরণস্বরূপ বলা যায় যে, দুর্গাপুর কারখানার মােট উৎপাদনক্ষমতার মাত্র 50 শতাংশ ব্যবহার করা হয়।
5. শ্রমিকদের কম উৎপাদনক্ষমতা : ভারতে শ্রমিকদের বার্ষিক মাথাপিছু উৎপাদন ক্ষমতা 90-100 টন। কিন্তু জাপান ও দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা বছরে মাথাপিছু প্রায় 600-700 টন ইস্পাত উৎপাদন করে।
এ ছাড়া, অত্যধিক সরকারি নিয়ন্ত্রণ এবং ত্রুটিপূর্ণ সরকারি পরিকল্পনা ভারতে লােহা ও ইস্পাত শিল্পের উন্নতির পথে বাধা সৃষ্টি করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।