ভারতে মােটরগাড়ি শিল্পের সমস্যা ও বিকাশের সম্ভাবনা আলোচনা করো

ভারতে মােটরগাড়ি শিল্পের সমস্যা ও বিকাশের সম্ভাবনা আলোচনা করো Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে মােটরগাড়ি শিল্পের সমস্যা 

ভারতে মােটরগাড়ি শিল্পের সমস্যাগুলি হল—

1. অধিক উৎপাদন ব্যয়: ভারতে মােটরগাড়ি নির্মাণে অনুন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় অনেক বেশি হয়।

2. জ্বালানি তেলের খরচ বৃদ্ধি : ভারতীয় রাস্তার অনুন্নত মান, গাড়ির নিম্নমানের ইঞ্জিন প্রভৃতি কারণে গাড়ির তেল খরচ বৃদ্ধি পায়, যা মােটরগাড়ি শিল্প বিকাশের অন্যতম সমস্যা। 

3. সরকারি নীতির পরিবর্তন: সরকারের শিল্প তথা অর্থনৈতিক নীতির ঘনঘন পরিবর্তন মােটরগাড়ি কোম্পানিগুলির প্রসার পরিকল্পনা রূপায়ণের পক্ষে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। 

4. শ্রমিক-মালিক অসন্তোষ: শ্রমিক-মালিক অসন্তোষের কারণে এবং ধর্মঘটের কারণে অনেক সময় উৎপাদন ব্যাহত হয়।

5. পেট্রোল-ড্রিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধি : ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল-ড্রিজেলের অত্যধিক মূল্যের জন্য মােটরগাড়ির।  চাহিদা যথেষ্ট হ্রাস পেয়েছে, যা এই শিল্পের উন্নতিতে বিশেষ বাধা। হিসেবে দেখা দিয়েছে। 

ভারতের মােটরগাড়ি শিল্পের বিকাশের সম্ভাবনা 

বর্তমানে মােটরগাড়ির শিল্পের বিকাশের সম্ভাবনাগুলি হল— 

1. মুক্ত অর্থনীতি ও লাইসেন্স প্রথার বিলােপ সাধন : 1991 সাল থেকে মুক্ত অর্থনীতির পথে ভারত সরকারের পদক্ষেপ, শিল্পক্ষেত্রে লাইসেন্স প্রথার বিলােপ, 100% বিদেশি বিনিয়ােগের সুযােগ ভারতীয় মােটরগাড়ি শিল্পের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। 

2. অর্থনৈতিক সুবিধা প্রদান: ভারত সরকারের Automotive Mission Plan (AMP) অনুযায়ী 225000 ডলারের বেশি বিনিয়ােগের ওপর ট্যাক্স ছাড়, বিনিয়ােগের ক্ষেত্রে দ্রুত অনুমতি প্রভৃতি এই শিল্পের উজ্জ্বল সম্ভাবনাকে নির্দেশ করছে। 

3. উৎপাদন ব্যয় হ্রাস: বিভিন্ন বিদেশি কোম্পানির বিনিয়ােগের ফলে এবং উন্নত প্রযুক্তি আসার ফলে উৎপাদন ব্যয় হ্রাস পেয়েছে। ফলে গাড়ির ক্রয়মূল্য অনেক কমেছে এবং উৎপাদনগত বৈচিত্র্য এসেছে।

4.ভারতের জনসংখ্যার ক্রয়ক্ষমতা বৃদ্ধি: পূর্বের তুলনায় ভারতের জনসাধারণের আয় (মূলত শহরাঞ্চলে) ও তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে মনে করা হচ্ছে মানুষের গাড়ি কেনার মানসিকতা বৃদ্ধি পাবে।

5.যন্ত্রাংশ নির্মাণশিল্পের উন্নতি : মােটরগাড়ি শিল্পের সহায়ক শিল্প হিসেবে বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণশিল্পের (ইঞ্জিন,সাসপেনসান, ক্লাচ প্রভৃতি) উন্নতি মােটরগাড়ি শিল্পের বিকাশের পক্ষে সহায়ক হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment