ভারতে মূক ও বধিরদের শিক্ষার বর্তমান অবস্থা আলােচনা করো। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks
উত্তর:-
ভারতে মূক ও বধিরদের শিক্ষার বর্তমান অবস্থা
পৃথিবীর উন্নত দেশগুলিতে মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে যতটা কাজ হয়েছে, আমাদের দেশে সেই তুলনায় কাজ হয়েছে খুব কম।
[1] বেসরকারি উদ্যোগ: এদেশে প্রাথমিকভাবে মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষাদান শুরু হয় মূলত মানবতা ও দাতব্যের দৃষ্টিভঙ্গি নিয়ে। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি এ বিষয়ে অগ্রণী ভূমিকা নেয়। ধীরে ধীরে সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাপ্রসারের উদ্দেশ্যে প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়।
[2] সরকারি উদ্যোগ: পরবর্তীকালে সরকারিভাবেও সাহায্যের ব্যবস্থা করা হয়। ভারতে সর্বপ্রথম 1884 খ্রিস্টাব্দে বােম্বাইয়ে (মুম্বই) মূক ও বলিস ছেলেমেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতায় 1893 খ্রিস্টাব্দে প্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়। পরবর্তীকালে কলকাতায় মূক ও বধিরদের জন্য আরও কয়েকটি বিদ্যালয় গড়ে উঠেছে।
[3] ভারতে মূক ও বধিরদের সংখ্যা: ভারতে ন্যাশনাল ইন্সটিটিউট অব এডুকেশন এবং কোঠারি কমিশন (1964-64) শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়েদের সংখ্যা নির্ণয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই দুই সংস্থার পক্ষ থেকে যেসব তথ্য সংগৃহীত হয়, তার ভিত্তিতে অনুমান করা হয় যে, ভারতে 5 থেকে 14 বছর বয়সের প্রায় 1 কোটি 25 লক্ষ ছেলেমেয়ে কমবেশি বধিরতাজনিত ত্রুটিতে ভুগছে। 20 লক্ষেরও বেশি মানুষ মূক ও বধির। এইসব মানুষের মধ্যে ‘বিদ্যালয়ে যাওয়ার উপযােগী’ ছেলেমেয়ের সংখ্যা প্রায় চার লক্ষ৷ কিন্তু আমাদের দেশে মূক ও বধির ছেলে-মেয়েদের জন্য বিদ্যালয়ের সংখ্যা মাত্র। 270টি। পশ্চিমবঙ্গে মূক ও বধিরদের জন্য বিদ্যালয়ের সংখ্যা মাত্র 15টি।
[4] শিক্ষার সুযােগ ও শিক্ষক প্রশিক্ষণ: পরিসংখ্যান থেকে বলা যায় যে, মূক ও বধির ছেলেমেয়েদের মধ্যে মাত্র 1% শিক্ষার সুযােগ পাচ্ছে। বর্তমানে প্রতিটি রাজ্যে এদের জন্য কমপক্ষে একটি করে সরকারি বিদ্যালয় রয়েছে। অন্যগুলি সাহায্যপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়। ভারতে মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাত্র ছয়টি শিক্ষক-শিক্ষণ কেন্দ্র রয়েছে। এইসব বিদ্যালয়ে এক বছরের জন্য শিক্ষক-শিক্ষণের ব্যবস্থা হয়। বছরে সত্তর জন শিক্ষক এখান থেকে প্রশিক্ষণ পেতে পারেন। আমেদাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ, কলকাতা, হায়দ্রাবাদ ও চেন্নাইতে শিক্ষক-শিক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে।
[5] কলিকাতার মূক ও বধির বিদ্যালয়: আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মূক ও বধির বিদ্যালয়টি হল Calcutta Deaf and Dumb School। এখানে চার থেকে বারাে বছরের মূক ও বধির ছেলেমেয়েদের ভরতি করা হয়। এখানে প্রথম চার বছরে যে চারটি শ্রেণি পড়ানাে হয় তা হল প্রিপারেটরি-I, প্রিপারেটরি-II, জুনিয়র-I এবং জুনিয়র-II এই পর্যায়গুলিতে কীভাবে কথা বলা যায়, তা শেখানাে হয়। এরপর যে চারটি শ্রেণিতে পড়ানাে হয় তা হল জুনিয়র-III, সিনিয়র-I, সিনিয়র-II এবং সিনিয়র-II। এই বিদ্যালয়টি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন-এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।