ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলােচনা করাে

ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলােচনা করাে
অথবা, জীবনধারণের উপযােগী অনুকূল পরিবেশে বিভিন্ন সময়ে জনসমাবেশের ফলে কীভাবে নগরশহর গড়ে ওঠে? Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে নগর গড়ে ওঠার কারণসমূহ 

জীবনধারণের উপযােগী নানা ধরনের অনুকূল পরিবেশে বিভিন্ন সময়ে জনসমাবেশের ফলে নগর গড়ে ওঠে। ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি হল— 

1. প্রশাসনিক কেন্দ্র: কোনাে স্থান প্রশাসনিক কেন্দ্র হলে সেখানে বিভিন্ন সেবামূলক ও শিল্প বাণিজ্য শিক্ষা প্রভৃতি বিষয়ক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বড়াে বড়াে সড়ক, পাকা বাড়ি প্রভৃতি নির্মিত হয়। এইভাবে স্থানটি ধীরে ধীরে নগরে পরিণত হয়। উদাহরণ: চণ্ডীগড়, ভােপাল, গান্ধিনগর প্রভৃতি ভারতের নগরগুলি প্রশাসনিক কারণেই বিকাশ লাভ করেছে। 

2. খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল: বিভিন্ন শিল্পে খনিজ সম্পদের প্রয়ােজনীয়তা অপরিসীম। তাই বহু খনিজ দ্রব্য উত্তোলনকেন্দ্র সহ খনিজসমৃদ্ধ অঞ্চল ধীরে ধীরে নগরে পরিণত হয়েছে। উদাহরণ: আসানসােল, ধানবাদ প্রভৃতি। 

3. শিল্পকেন্দ্র: যেসব স্থানে শিল্প গড়ে উঠেছে, সেইসব স্থানে জীবিকানির্বাহের সুযােগ থাকায় জনসমাগম ঘটেছে। এর ফলে স্থানগুলি ক্রমেই নগর হিসেবে বিকাশ লাভ করেছে। উদাহরণ:জামশেদপুর, দুর্গাপুর প্রভৃতি। 

4. বাণিজ্য কেন্দ্র: যেসব স্থানে পণ্যসামগ্রীর সমাবেশ হয় এবং ওই পণ্যের ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে, সেইসব স্থানে নগর গড়ে উঠেছে। উদাহরণ: হরিয়ানার হিসার, উত্তরপ্রদেশের হাপুর প্রভৃতি।

5. যােগাযােগ কেন্দ্র: ভারতের যেসব স্থান যােগাযােগের কেন্দ্র অর্থাৎ বিভিন্ন দিক থেকে রেলপথ, সড়কপথ, জলপথ এসে মিলিত হয়েছে, সেইসব স্থানে নগর গড়ে উঠেছে। উদাহরণ: শিলিগুড়ি,

খড়গপুর প্রভৃতি। 

6. তীর্থস্থান: বড়াে বড়াে তীর্থস্থানে প্রচুর জনসমাগম ঘটে এবং এগুলি কালক্রমে নগরে পরিণত হয়েছে। উদাহরণ: হরিদ্বার, বারাণসী, গয়া, মথুরা, বৃন্দাবন প্রভৃতি। সবশেষে বলা যায়, নগর গড়ে ওঠার সময় উল্লিখিত কারণগুলির মধ্যে কোনাে একটি প্রাধান্য বিস্তার করলেও পরবর্তী সময়ে অনেকগুলি কারণ সম্মিলিতভাবে ওই নগরের উন্নতিতে সাহায্য করে।

অন্যান্য কারণ 

1. শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র: শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত স্থান ক্রমে নগর হিসেবে আত্মপ্রকাশ করেছে। উদাহরণ: শান্তিনিকেতন।

2. ইতিহাস প্রসিদ্ধ স্থান: ইতিহাস প্রসিদ্ধ স্থান জনসমাগমের কারণে নগর হিসেবে গড়ে উঠেছে। উদাহরণ: আগ্রা, মুরশিদাবাদ প্রভৃতি। 

3. পর্যটন স্থান: অনেক স্থানে মনােরম প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন শিল্পের বিকাশ ঘটায় জনবসতি তথা নগর গড়ে উঠেছে। উদাহরণ: দার্জিলিং, দিঘা প্রভৃতি। 

4. সামরিক কেন্দ্র: কিছু সামরিক কেন্দ্র কালক্রমে নগরে পরিণত হয়েছে। উদাহরণ: মিরাট, ব্যারাকপুর প্রভৃতি।

5. বন্দর: বড়াে বড়াে বন্দরকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছে। উদাহরণ: পারাদীপ, হলদিয়া প্রভৃতি। 

6. পর্বত ও সমভূমির সংযােগস্থল: পর্বত ও সমভূমির সংযােগস্থলে নগর গড়ে উঠেছে। উদাহরণ: হরিদ্বার

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলােচনা করাে”

Leave a Comment