ভারতে পেট্রোরসায়ন শিল্পের আঞ্চলিক বণ্টন বর্ণনা করাে।

ভারতে পেট্রোরসায়ন শিল্পের আঞ্চলিক বণ্টন বর্ণনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতে পেট্রোরসায়ন শিল্পের আঞ্চলিক বণ্টন 

ভারতের চারটি অঞ্চলে খনিজ তেল শােধনাগারকে কেন্দ্র করে পেট্রোরসায়ন শিল্পগুচ্ছের কেন্দ্রীভবন ঘটেছে, এগুলি হল— 

1. পশ্চিমাঞ্চল : ভারতের পশ্চিমাঞ্চলের নাগােথানে (মহারাষ্ট্র);ভাদোদরা, কয়ালি, সুরাতের কাছে হাজিরা, দহেজ, জামনগর (গুজরাত) অঞ্চলে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে। 

উল্লেখযােগ্য তথ্য: গুজরাতের কাম্বে,আঙ্কেলেশ্বর প্রভৃতি অঞল ও বম্বে হাই থেকে প্রাপ্ত অশােধিত খনিজ তেল ও মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত অশােধিত তেল এখানকার শােধনাগারগুলিতে ব্যবহৃত হয়। এই শােধনাগারগুলিই এখানকার পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রগুলিতে কাঁচামাল সরবরাহ করে।

 2. পূর্বাঞ্চল: ভারতের পূর্বাঞ্চলের বঙগাইগাঁও (অসম); হলদিয়া (পশ্চিমবঙ্গ) অঞলে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে। উল্লেখযােগ্য তথ্য: বঙ্গাইগাঁও, নুনমাটি, ডিগবয় ও নুমালিগড় শােধনাগার থেকে প্রাপ্ত ন্যাপথার সাহায্যে অসমের বঙ্গাইগাঁওতে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়া, পশ্চিমবঙ্গের হলদিয়াতে হলদিয়া তেলশােধনাগার থেকে প্রাপ্ত ন্যাপথা এবং আমদানিকৃত ন্যাপথার সাহায্যে যৌথ উদ্যোগে (সরকারি ও বেসরকারি সংস্থা) পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

 3. দক্ষিণাঞ্চল: ভারতের দক্ষিণাঞ্চলের তুতিকোরিন ও মানালি (তামিলনাড়); ম্যাঙ্গালাের (কর্ণাটক) অঞ্চলে এই শিল্প গড়ে উঠেছে। 

উল্লেখযােগ্য তথ্য: মানালিতে 1986 সালে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠে। এই শিল্পকেন্দ্রটি প্রপিলিন-গ্লাইকল ও পলিওল উৎপাদনে ও রপ্তানিতে ভারতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ম্যাঙ্গালাের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। 

4. উত্তরাঞ্চল : ভারতের উত্তরাঞ্চলের পায়াল, পানিপথ (হরিয়ানা); আউরাইয়া (উত্তরপ্রদেশ) অঞলে এই শিল্প গড়ে উঠেছে। 

উল্লেখযােগ্য তথ্য: এই শিল্পকেন্দ্র ইন্ডিয়ান অয়েল করপােরেশন লিমিটেড (IOCL)-এর সহায়তায় প্রায় 5000 একর জমির ওপর স্থাপিত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment