দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতে রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কী?

ভারতে রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কী?

ভারতে রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কী? Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতে রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা : ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতে নানা ভাষাভাষীর মানুষ বাস করে। সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হলেও দেশের নানা প্রান্তে আরও অন্তত 160টি ভাষা প্রচলিত রয়েছে। কোনাে বিস্তৃত অঞ্চলের বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে, তার ওপর ভিত্তি করে সাধারণত সেই অঞ্চলটিকে অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালে মূলত প্রধান ভাষাগুলির ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন করা হয়, যেমন—উত্তরপ্রদেশ (হিন্দি), পাঞ্জাব (পাঞ্জাবি), কেরল (মালয়ালম্), পশ্চিমবঙ্গ (বাংলা) ইত্যাদি 14টি অঙ্গরাজ্য এবং দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment