ভারতে রজ্জুপথের গুরুত্ব লেখাে। 

ভারতে রজ্জুপথের গুরুত্ব লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতে রজুপথের গুরুত্ব : ভারতে রজ্জুপথের গুরুত্বগুলি হল — 

1. যােগাযােগ রক্ষা: দুর্গম এবং পার্বত্য অঞ্চলে রজ্জুপথের মাধ্যমে যােগাযােগ রক্ষা করা যায়। 

2. খনিজ দ্রব্য প্রেরণ: কয়লাখনি অঞ্চলে খনি থেকে কয়লা তুলে অন্যত্র প্রেরণ করা যায়। 

3. পণ্য ও যাত্রী পরিবহণ: সড়ক এবং রেলযােগাযােগহীন অঞ্চলে পণ্য এবং যাত্রী পরিবহণে রজ্জুপথ খুবই কার্যকরী। 

4. বিনােদন ভ্রমণ: অনেক পার্বত্য পর্যটন কেন্দ্রে বিনােদন ভ্রমণেও রজ্জুপথের ব্যবহার দেখা যায়।

5. ত্রাণ প্রেরণ: রজ্জুপথের সাহায্যে অনেকসময় পাহাড়ে বা দুর্গম অঞ্চলে বিপর্যয়ের সময় ত্রাণ পাঠানাে হয়। 

5. খাদ্য, ঔষধ প্রেরণ: ভারতে রজ্জুপথের সাহায্যে দুর্গম অঞ্চলগুলিতে খাদ্যদ্রব্য, পণ্য, ওষুধপত্র ইত্যাদি পাঠানাে হয়।

চিত্র : গ্যাংটকের রজ্জুপথ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment