ভারতীয় অর্থনীতিতে লােহা ও ইস্পাত শিল্প কেন গুরুত্বপূর্ণ? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতীয় অর্থনীতিতে লােহা ও ইস্পাত শিল্প গুরুত্বপূর্ণ হওয়ার কারণ: ভারতীয় অর্থনীতিতে লােহা ও ইস্পাত শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণগুলি হল—
1. বিভিন্ন নির্মাণকার্য: ভারতের মতাে বৃহৎ জনসংখ্যার এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেশে বাসস্থান নির্মাণ, পরিবহণের জন্য রেলপথ ও সেতু নির্মাণ, যানবাহন নির্মাণ, শিল্পের প্রয়ােজনীয় যন্ত্রপাতি এবং গৃহস্থালির প্রয়ােজনীয় সামগ্রী নির্মাণের জন্য অন্যতম মূল উপাদানই হল লােহা ও ইস্পাত। লােহা ও ইস্পাতের এই বিপুল চাহিদাই হল লােহা ও ইস্পাত শিল্পের ভিত্তিস্তম্ভ।
2. কর্মসংস্থানের সুযােগ: এটি বৃহৎ শিল্প হওয়ায় লােহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হয়।
3. বৈদেশিক মুদ্রা অর্জন: লােহা ও ইস্পাত শিল্পে উৎপন্ন সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এইসব কারণে ভারতে লােহা ও ইস্পাত শিল্পের গুরুত্ব সীমাহীন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।