ভারতের দ্বীপসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের দ্বীপসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও। Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

ভারতের দ্বীপসমূহ : অবস্থান অনুসারে ভারতের দ্বীপগুলি দুটি ভাগে বিভক্ত — 1. বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ এবং 2. আরব সাগরের দ্বীপপুঞ্জ। 

1. বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ :
পরিচয় : বঙ্গোপসাগরে ভাসমান দ্বীপগুলির মধ্যে প্রায় 300টি ছােটোবড়াে দ্বীপ নিয়ে গড়ে ওঠা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রধান। 

বৈশিষ্ট্য : [i] উত্তরের আন্দামান এবং দক্ষিণের নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে আছে প্রায় 120 কিমি প্রশস্ত 10° প্রণালী। [ii] আন্দামান, নিকোবরের এই দ্বীপগুলি প্রকৃতপক্ষে নিমজ্জমান পর্বতের উত্থিত অংশ। [iii] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মােট আয়তন প্রায় 8250 বর্গ কিমি। [iv] দ্বীপের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ছােটো ছােটো পাহাড় দেখা যায়। এইসব পাহাড়ের উচ্চতা গড়ে 400-500 মিটার। এর মধ্যে উত্তর আন্দামানের স্যাডল পিক (732 মি) সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এ ছাড়া, দক্ষিণ আন্দামানের মাউন্ট হ্যারিয়েট একটি উল্লেখযােগ্য পাহাড়। [v] নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পাহাড়ের নাম মাউন্ট খুলিয়ের (642 মি)। [vi] গ্রেট আন্দামানের কয়েক জায়গায় এবং নিকোবেরর সমগ্র উপকূলেই প্রবাল প্রাচীর দেখা যায়। [vii] ব্যারেন ও নারকোডাম নামে এখানে দুটি আগ্নেয় দ্বীপ আছে। এর মধ্যে ব্যারেন আগ্নেয়গিরি থেকে 1991, 1995, 2006 এবং 2017 সালে অগ্ন্যুৎপাত হয়েছিল। [viii] ওডিশা উপকূলে আছে হুইলার ও স্টর্ক দ্বীপ। করমণ্ডল উপকূলসংলগ্ন অংশের দক্ষিণে রয়েছে শ্রীহরিকোটা দ্বীপ ও পাম্বান দ্বীপ। 

2. আরব সাগরের দ্বীপপুঞ্জ : 
পরিচয় : আরব সাগরে ভাসমান প্রায় 25 টি ছােটো ছােটো দ্বীপ নিয়ে আমিনদিভি, লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ গঠিত। এদের একসঙ্গে বলা হয় লাক্ষাদ্বীপ। 

বৈশিষ্ট্য : [i] এগুলি প্রবাল গঠিত দ্বীপ। সমুদ্রের বুকে অগণিত প্রবাল কীটের দেহ জমা হয়ে দ্বীপগুলির সৃষ্টি হয়েছে। [ii] দ্বীপগুলির কোনাে অংশেই সমুদ্রপৃষ্ঠ থেকে 5 মিটারের বেশি।
উঁচু নয়। [iii] লাক্ষা দ্বীপপুঞ্জের মােট আয়তন হল 32 বর্গ কিমি। [iv] এর মধ্যে কয়েক জায়গায় লেগুন তৈরি হয়েছে। এগুলি হল মুক্ত সাগর থেকে প্রবাল প্রাচীর দ্বারা বিচ্ছিন্ন নােনা জলের হ্রদ। লাক্ষাদ্বীপ ছাড়া আরব সাগরীয় উপকূলে কয়েকটি ছােটো দ্বীপ আছে, যেমন—দিউ (কাথিয়াবাড় উপকূল), সিন্ধুদুর্গ (মহারাষ্ট্র), ভাইপিন, ওয়েলিংটন (কেরল) প্রভৃতি দ্বীপ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment