ভারতের ভৌগােলিক অবস্থানের গুরুত্ব আলােচনা করাে।

ভারতের ভৌগােলিক অবস্থানের গুরুত্ব আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের ভৌগােলিক অবস্থানের গুরুত্ব : ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এই ভৌগােলিক অবস্থান ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যেমন— 

1. উপদ্বীপীয় অবস্থানের সুবিধা: ভারতের উপদ্বীপীয় অবস্থান যেমন জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা দেয়, তেমনই বহিঃশত্রুর আক্রমণ থেকেও রক্ষা করে। 

2. উত্তরের পার্বত্যভূমির সুবিধা: উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করতে সাহায্য করে। আবার গিরিপথগুলির সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের সুযােগও বৃদ্ধি পায়। 

3. নৌবিদ্যা ও মৎস্যশিকারে উন্নতি: ভারতের দক্ষিণের উপদ্বীপ অংশের তিনদিকে সমুদ্র থাকায় নৌবিদ্যা ও মৎস্যশিকারে ভারত সমৃদ্ধ হয়েছে। 

4.শিল্পের বিকাশ: হিমালয় পার্বত্য অঞ্চল পর্যটন শিল্পসহ বিভিন্ন ফলজাত শিল্প ও কাষ্ঠ শিল্পের বিকাশকে প্রভাবিত করেছে। 

5. জলবায়ুর বৈচিত্র্য: অক্ষাংশ অনুসারে ভারতের দক্ষিণভাগে নিরক্ষীয় জলবায়ু, মধ্যভাগে ক্রান্তীয় জলবায়ু এবং উত্তরভাগে উপক্ৰান্তীয় ও নাতিশীতােষ্ণ জলবায়ু বিরাজ করে। এর ফলে ভারতে উষ্ণমণ্ডল এবং নাতিশীতােষ্ণমণ্ডল—উভয় তাপমণ্ডলেই কৃষিজ ফসল ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment