ভারতের দ্বীপ অঞ্চলের ভৌগােলিক গুরুত্ব লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের দ্বীপ অঞ্চলের ভৌগােলিক গুরত্ব : ভারতের দ্বীপ অঞ্চলের ভৌগােলিক গুরুত্ব যথেষ্ট
1. কাষ্ঠ শিল্পের বিকাশে সহায়ক : দ্বীপ অঞ্চলে ঘন বনভূমি থাকায় এখানে কাষ্ঠ শিল্পের উন্নতি হয়েছে।
2. কুটির শিল্পের প্রসার : প্রধানত স্থানীয় কাঁচামালের ওপর ভিত্তি করে এখানে শঙ্খ শিল্প, দেশলাই শিল্প, প্লাইউড কারখানা প্রভৃতি কুটির শিল্পের বিকাশ ঘটেছে।
3. মৎস্যশিকারের অনুকুল : ভারতের দ্বীপ অঞল মৎস্যশিকারের আদর্শ জায়গা। তাই অধিবাসীদের প্রধান জীবিকা মৎস্য সংগ্রহ ও মৎস্যের ব্যাবসা।
4. পর্যটন শিল্পের উন্নয়ন : ভারতীয় দ্বীপভূমির প্রাকৃতিক সৌন্দর্য্য দেশবিদেশের বহু পর্যটককে আকর্ষণ করে। তাই দ্বীপগুলিতে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।