ভারতে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখাে। এই নদীর গতিপথ বর্ণনা করাে। 1+2 Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
গ্ৰন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী : ভারতের নর্মদা নদী উত্তরে বিন্ধ্য পর্বত ও দক্ষিণে সাতপুরা পর্বতের মধ্যবর্তী একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
এই নদীর গতিপথ : মধ্যপ্রদেশ-ছত্তিশগড় রাজ্যের সীমানায় অবস্থিত মৈকাল পর্বতের 1057 মিটার উঁচু অমরকন্টক শৃঙ্গ (ছত্তিশগড়) থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাত রাজ্যের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রায় 1312 কিমি পথ অতিক্রম করে খাম্বা উপসাগরে পড়েছে। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নর্মদার গতিপথ প্রায় সােজা-সরল এবং উপনদীর সংখ্যাও কম। কোলার ও হিরণ নর্মদার দুটি প্রধান উপনদী। নর্মদা নদীর প্রথম 300 কিমি গতিপথে কপিলধারা ও ধুঁয়াধার নামে দুটি বিখ্যাত জলপ্রপাত দেখা যায়। গুজরাতের ভারুচ জেলায় এসে নর্মদা নদী সমতল অঞ্চলে প্রবেশ করেছে। এরপর খাম্বাত উপসাগরে মেশার আগে প্রায় 20 কিমি চওড়া একটি প্রশস্ত খাঁড়ি নর্মদা নদীতে গঠিত হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।