ভারতের জাতীয় জলপথ সম্পর্কে আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের জাতীয় জলপথ : ভারতে অনেকগুলি জাতীয় জলপথ রয়েছে, যেমন—
1. 1 নং জাতীয় জলপথ: গঙ্গা নদীর প্রবাহপথকে 1 নং জাতীয় জলপথের মর্যাদা দেওয়া হয়েছে। এটি উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রসারিত। এর দৈর্ঘ্য 1620 কিমি ও ভারতের দীর্ঘতম জলপথরুপে খ্যাত।
2. 2 নং জাতীয় জলপথ: এটি ব্রম্মপুত্র নদের ওপর সদিয়া থেকে বাংলাদেশ সীমান্তের ধুবরি পর্যন্ত প্রসারিত। এই জলপথের দৈর্ঘ্য 891 কিমি।
3. 3 নং জাতীয় জলপথ: এটি কেরলের কোট্টাপুরম থেকে কোল্লাম পর্যন্ত বিস্তৃত। এই জলপথটি 168 কিমি বিস্তৃত।
4. 4 নং জাতীয় জলপথ: কাকিনাড়া থেকে পুদুচেরি পর্যন্ত প্রায় 1095 কিমি দীর্ঘ 4 নং জাতীয় জলপথ।
5. 5 নং জাতীয় জলপথ: ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে ব্রাত্মণী নদী, পূর্ব উপকূলীয় খানা, মাতাই নদী ও মহানদী মিলে 623 কিমি দীর্ঘ 5 নং জাতীয় জলপথ।
6. 6 নং জাতীয় জলপথ: অসমের বরাক নদীর লখিমপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 121 কিমি দীর্ঘ 6নং জাতীয় জলপথ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।