ভারতের কোথায় কোথায় গম উৎপাদিত হয় ? ভারতের গমের বাণিজ্য সম্পর্কে লেখাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভারতের গম উৎপাদক অঞ্চলসমূহ
শীতকালে উত্তর ভারতের বৃহৎ সমভূমি ও উপদ্বীপীয় মালভূমির অনুচ্চ অংশে গম চাষ করা হয়। ভারতের মােট উৎপাদনের প্রায় অর্ধেক গম উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ রাজ্য থেকে পাওয়া যায়। ভারতীয় কৃষিমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় 3.06 কোটি হেক্টর জমিতে 9.84 কোটি টন গম (2016-17) উৎপন্ন হয়। গম উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয় (চিনের পরেই)। ভারতে গমের গড় উৎপাদনশীলতা হেক্টরপ্রতি প্রায় 3216 কেজি (2016-17)। ভারতে গম উৎপাদক প্রধান তিনটি রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করা হল—
1) উত্তরপ্রদেশ:
উৎপাদক জেলা: এই রাজ্যে সাহারানপূর, মুজফফরনগর, মিরাট, এটাওয়া, মােরাদাবাদ প্রভৃতি জেলায় গল্প উৎপাদিত হয়।
উল্লেখযােগ্য তথ্য:
[i] উত্তরপ্রদেশ ভারতের শীর্ষস্থানাধিকারী গম উৎপাদক রাজ্য।
[ii] এখানে 96.6 লক্ষ হেক্টর জমিতে গম চাষ হয়।
[iii] মােট গম উৎপাদনের পরিমাণ প্রায় 3.06 কোটি টন (2017)।
[iv] হেক্টরপ্রতি গম উৎপাদন হয় 3113 কেজি।
2) মধ্যপ্রদেশ:
উৎপাদক জেলা: এই রাজ্যে সাগর, বিদিশা, গােয়ালিয়র, ছতরপুর প্রভৃতি জেলায় গম উৎপাদিত হয়।
উল্লেখযােগ্য তথ্য:
[i] গম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়।
[ii] এখানে 60.3 লক্ষ হেক্টর জমিতে গম চাষ হয়।
[iii] 1.79 কোটি টন (2017) গম উৎপাদিত হয়েছে।
[iv] হেক্টরপ্রতি গম উৎপাদন হয় প্রায় 2976 কেজি।
3) পাঞ্জাব:
উৎপাদক জেলা: এই রাজ্যে ফিরােজপুর, লুধিয়ানা, পাতিয়ালা, বাথিন্ডা, গুরুদাসপুর প্রভৃতি জেলায় গম উৎপাদিত হয়।
উল্লেখযােগ্য তথ্য:
[i] পাঞ্জাব ভারতের তৃতীয় বৃহত্তম গম উৎপাদক রাজ্য।
[ii] এখানে 35.0 লক্ষ হেক্টর জমিতে গম চাষ হয়।
[iii] মােট গম উৎপাদনের পরিমাণ প্রায় 1.64 কোটি টন (2017)।
[iv] হেক্টরপ্রতি উৎপাদন ভারতে সর্বোচ্চ, প্রায় 4704 কেজি।
4) অন্যান্য রাজ্যের উৎপাদক জেলা: [i] হরিয়ানার কুরুক্ষেত্র, কর্ণাল, সােনেপত; [ii] রাজস্থানের গঙ্গানগর, ভরতপুর, কোটা; [iii] বিহারের পূর্ণিয়া, মুঙ্গের, চম্পারণ; [iv] গুজরাটের মহেষাণা, খেড়া, রাজকোট; [v] মহারাষ্ট্রের ধূলে, জলগাঁও, অমরাবতী; [vi] পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ, নদিয়া, বীরভূম প্রভৃতি জেলায় কিছু পরিমাণে গম উৎপাদিত হয়।
উল্লেখযােগ্য তথ্য: হরিয়ানায় প্রতি হেক্টর জমিতে প্রায় 4514 কেজি গম উৎপাদিত হয়।
ভারতের গমের বাণিজ্য
ভারত থেকে গম রপ্তানি করা হয়। 2017-18 সালে ভারত থেকে 669.01 কোটি টাকা মূল্যের প্রায় 3.24 লক্ষ টন গম রপ্তানি করা হয়েছে। ভারত থেকে নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, বাংলাদেশ, সােমালিয়া, যুক্তরাজ্য, জর্ডন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া প্রভৃতি দেশে গম রপ্তানি করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।