ভারতের কোথায় কোথায় রেলইঞ্জিন ও রেল কোচ নির্মাণ শিল্প গড়ে উঠেছে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
ভারতের রেলইঞ্জিন নির্মাণ শিল্পের অবস্থান
রেলইঞ্জিন এবং যন্ত্রপাতি নির্মাণ শিল্পে ভারত একটি উন্নত দেশ। ভারতে অলভিত্তিক রেলইঞ্জিন এবং তার আনুষঙ্গিক যন্ত্রপাতি নির্মাণ কারখানাগুলি সম্পর্কে আলােচনা করা হল—
1. পূর্বাঞ্চল: চিত্তরঞ্জন লােকোমােটিভ ওয়ার্কস [CLw] (চিত্তরঞ্জন—পশ্চিমবঙ্গ): ডিজেল ও বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ; ইলেকট্রিক লােকোমােটিভ ফ্যাক্টরি (মাধেপুরা, বিহার), বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ (নির্মীয়মান)।
2. উত্তরাঞ্চল: ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস [DLw] (বারাণসী—উত্তরপ্রদেশ) : ডিজেল রেলইঞ্জিন নির্মাণ; ডিজেল লােকো মডার্নাইজেশন ওয়ার্কস (পাতিয়ালা—পাঞ্জাব) : ডিজেল লােকোমােটিভ ইঞ্জিনের আধুনিকীকরণ ও 3 রেল কোচ ফ্যাক্টরি (কাপুরথালা—পাঞ্জাব) : রেল কোচ, DMU এবং EMU নির্মাণ। ও মডার্ন কোচ ফ্যাক্টরি (রায়বেরিলি—উত্তরপ্রদেশ), রেল কোচ নির্মাণ।
3. মধ্যাঞ্চল: [i] ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড [BHEL]] (ভােপাল—মধ্যপ্রদেশ) : উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক রেলইঞ্জিন ও ব্যাটারিচালিত রেলইঞ্জিন নির্মাণ; [ii] রেল স্প্রিং কারখানা (গােয়ালিয়র—মধ্যপ্রদেশ) : নানা ধরনের স্প্রিং নির্মাণ।
4. দক্ষিণাঞ্চল: [i] রেল হইল ফ্যাক্টরি (বেঙ্গালুরু–কর্ণাটক) : ওয়াগনের চাকা, অ্যাক্সেল, DMU এবং EMU নির্মাণ; [ii] ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (চেন্নাই—তামিলনাড়ু) : EMU, DMU, MEMU ও METRO-র ইঞ্জিন এবং কোচ নির্মাণ; [iii] গােল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ (তিরুচিরাপল্লি—তামিলনাড়): রেলওয়ে রিপেয়ার ওয়ার্কশপ।
ভারতে রেল কোচ নির্মাণশিল্পের অবস্থান
ভারতে রেল কোচ নির্মাণশিল্পের অবস্থান হল—1. চেন্নাইয়ের কাছে পেরাষুর (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি), 2. ম্যাঙ্গালাের (ভারত আর্থ মুভার্স লিমিটেড), 3. পাঞ্জাবের কপুরথালা (রেল কোচ ফ্যাক্টরি) এবং 4. উত্তরপ্রদেশের রায়বেরিলি (মডার্ন কোচ ফ্যাক্টরি)।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।