দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যসমূহ 

ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি হল— 

1) জীবিকাসত্তাভিত্তিক কৃষি: ভারতীয় কৃষকরা নিজেদের প্রয়ােজন মেটানাের জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে। তাই এই কৃষিকাজ, জীবিকাসত্তাভিত্তিক। উৎপাদিত শস্যের বেশিরভাগটাই কৃষকদের নিজেদের প্রয়ােজনে লাগে। তাই উৎপাদিত ফসল বিক্রয় বা রপ্তানির জন্য বিশেষ উদ্বৃত্ত থাকে না। 

2) জনসংখ্যার চাপ: ভারতের বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়ােজিত থাকে, অর্থাৎ এখানে কৃষির ওপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। তাই ভারতীয় কৃষি হল শ্রমনিবিড় কৃষি।

3) কৃষিতে পশুশক্তির প্রাধান্য: চাষাবাদের কাজে আধুনিক কৃষি যন্ত্রপাতির (ট্রাক্টর, হারভেস্টর প্রভৃতি) পরিবর্তে অধিকাংশ স্থানেই লাঙল দিয়ে জমি কর্ষণ বা খোঁড়া থেকে শুরু করে উৎপাদিত ফসল মাঠ থেকে বহন করে আনা—প্রায় সব কাজেই পশুশক্তি ব্যবহৃত হয়।

4) মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরতা: ভারতের অর্ধেক কৃষিজমিতে মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বছরে একবার কৃষিকাজ করা হয়। এজন্য খরা, বন্যা বা অতিবৃষ্টিতে কৃষিকাজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। 

5) জলসেচের ব্যবহার: ভারতের প্রায় অর্ধেক কৃষিজমি সেচসেবিত এবং ওইসব জমিতে বছরে দুটি বা তিনটি ফসল উৎপাদিত হয়। 

6) ক্ষুদ্রাকৃতি কৃষিজাত: এদেশে অধিকাংশ কৃষিজমির আয়তন খুব ছােটো। মূলত একান্নবর্তী পরিবারগুলিতে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা হস্তান্তরের জন্য কৃষিজাতগুলির আয়তন ক্রমাগত ছােটো হয়। এই ধরনের ক্ষুদ্রাকৃতি কৃষিজোতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। এর ফলে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণও কম হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment